ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কাতালান গণভোট বন্ধে ভোটকেন্দ্র বন্ধ করে দিয়েছে স্পেন পুলিশ

প্রকাশিত: ০৮:১০, ১ অক্টোবর ২০১৭

কাতালান গণভোট বন্ধে ভোটকেন্দ্র বন্ধ করে দিয়েছে স্পেন পুলিশ

জনকণ্ঠ ডেস্ক ॥ আসন্ন গণভোটে কাতালুনিয়া প্রশাসন যে বিদ্যালয়গুলো ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের পরিকল্পনা করেছে তার অর্ধেকের বেশিই বন্ধ করে দিয়েছে স্পেন পুলিশ। স্বাধীনতার প্রশ্নে রবিবার গণভোটের আয়োজন করেছে কাতালুনিয়ার স্থানীয় সরকার; যা প- করতে সর্বোচ্চ চেষ্টা করছে স্পেনের কেন্দ্রীয় প্রশাসন। পুলিশ এরই মধ্যে আঞ্চলিক সরকারের টেলিযোগাযোগ কেন্দ্রের দখল নিয়েছে। তবে গণভোটের পক্ষের কর্মীরা ১৬০টিরও বেশি স্কুল দখল করে রেখেছে। তারা ভোটকেন্দ্র হিসেবে এসব স্কুল খোলা রাখার চেষ্টা করছে। খবর বিবিসি অনলাইনের। সম্পদশালী কাতালুনিয়ার স্বায়ত্তশাসন আছে; যদিও এর সরকার বলছে, জনগণ স্পেনের কাছ থেকে স্বাধীনতা চায়। সেখানে প্রায় ৭৫ লাখ মানুষ বসবাস করে এবং তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি আছে। গণভোট আয়োজনে এ মাসের শুরুর দিকে কাতালান পার্লামেন্ট নতুন একটি আইন পাস করে। যদিও দেশটির সাংবিধানিক আদালত ওই আইনে স্থগিতাদেশ দিয়েছে। তা সত্ত্বেও যথা সময়ে গণভোট আয়োজনের প্রস্তুতি নিতে থাকে কাতালান সরকার। তাদের থামাতে বল প্রয়োগ শুরু করে মাদ্রিদ; শুরু হয় ব্যাপক ধরপাকড় ও তল্লাশি অভিযান। রবিবারের গণভোট আটকাতে কাতালুনিয়ায় হাজার হাজার পুলিশ পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিকে ভোটকেন্দ্র হিসেবে স্কুলগুলোর ব্যবহার নিশ্চিত করতে গণভোটের পক্ষের কর্মীরা শুক্রবার থেকেই সেখানে অবস্থান নিয়েছে। এমনকি স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরাও শুক্রবার স্কুল ছুটি হয়ে যাওয়ার পরও সেখানেই থেকে গেছেন।
×