ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পিয়ংইয়ংয়ের সঙ্গে যোগাযোগের উপায় আছে, চেষ্টা চলছে ॥ টিলারসন

প্রকাশিত: ০৮:০৬, ১ অক্টোবর ২০১৭

পিয়ংইয়ংয়ের সঙ্গে যোগাযোগের উপায় আছে, চেষ্টা চলছে ॥ টিলারসন

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, তারা উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করার কথা ভাবছেন। তিনি বলেন, পিয়ংইয়ংয়ের সঙ্গে সরাসরি কথা বলার সম্ভাব্যতা তারা খতিয়ে দেখছেন। এখন এদিকেই এগিয়ে যেতে হবে আমাদের। চীন সফররত টিলারসন বলেন, পিয়ংইয়ংয়ের সঙ্গে আমাদের যোগাযোগের উপায় রয়েছে। এখন আমরা অন্ধকারে নেই। খবর বিবিসি অনলাইনের। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে উত্তপ্ত বাক্যবিনিময় ঘটেছে। এখন তা চরম রূপ নিয়েছে। কিন্তু তাদের মধ্যে যে সরাসরি যোগাযোগের লাইন আছে, তা আগে জানা ছিল না। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে নিশ্চিহ্ন করে দেয়ারও হুমকি দেন। ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মঘাতী মিশনে রয়েছেন। এর জবাবে কিম এক বিবৃতিতে প্রতিজ্ঞা করেন যে ক্ষেপণাস্ত্র কর্মসূচীর মাধ্যমেই যুক্তরাষ্ট্রের উন্মাদ ও নির্বোধ প্রেসিডেন্টকে পোষ মানানো হবে। একের পর এক পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে উত্তর কোরিয়াকে আন্তর্জাতিকভাবে নিন্দা জানানো হয়েছে। অস্ত্র কর্মসূচী থেকে বিরত রাখতে জাতিসংঘ দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞা বাস্তবায়ন উৎসাহিত করতে টিলারসন এখন চীন সফরে রয়েছেন। এর আগেও দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগের চ্যানেল থাকার আভাস দিয়েছিলেন টিলারসন। সুইডেন ওয়াশিংটনের হয়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার চেষ্টা করছে বলেও খবর আছে। যদিও এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী কোন মন্তব্য করতে রাজি হননি। সুইডিশ আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটের ইউআইভি হানসেন গত আগস্টে বলেছেন, সুইডেন আবারও চেষ্টা করতে পারে। কারণ বৈরী দেশ দুটির সুইডেনের ওপর আস্থা রয়েছে।
×