ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ফেরত নিতে হবে ॥ মুহিত

প্রকাশিত: ০৫:২২, ১ অক্টোবর ২০১৭

রোহিঙ্গাদের ফেরত নিতে হবে ॥ মুহিত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, রাখাইনে নিরাপদ জোন তৈরি করে মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা নাগরিকদের ফেরত নিতে হবে। শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে কুয়েত সরকারের দেয়া ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী রোহিঙ্গা নাগরিকদের ওপর সেদেশের সরকারী বাহিনীর চলা নির্যাতনের কথা শোনেন। অর্থমন্ত্রী মিয়ানমারে নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে কাজ করার আহ্বান জানান। পরে থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধন কার্যক্রম ও সেনাবাহিনী পরিচালিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এর আগে মন্ত্রী উখিয়া ডিগ্রী কলেজে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং ত্রাণ ব্যবস্থাপনার কাজে বিভিন্ন পরামর্শ দেন। এ সময় ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমানসহ সেনা ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×