ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী ৭ অক্টোবর ফিরছেন ॥ কাদের

প্রকাশিত: ০৫:২১, ১ অক্টোবর ২০১৭

প্রধানমন্ত্রী ৭ অক্টোবর ফিরছেন ॥ কাদের

বিডিনিউজ ॥ যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ অক্টোবর দেশে ফিরছেন বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন। তিনি শনিবার বিকেলে বলেন, ‘আগামী ৭ তারিখ সকালে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।’ পিত্তথলীতে অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রী এখন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় রয়েছেন। অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছিল, ৫ অক্টোবর দেশে ফিরবেন তিনি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র গিয়েছিলেন শেখ হাসিনা। সাধারণ অধিবেশন শেষে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ভার্জিনিয়ার যান তিনি। সেখানে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ২৫ সেপ্টেম্বর সেখানে একটি হাসপাতালে তার পিত্তথলীতে অস্ত্রোপচার হয়। জয় গত বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে বলেছেন, তার মা সুস্থ আছেন। প্রবাসে থেকেই প্রধানমন্ত্রী দাফতরিক কাজ করছেন। প্রাথমিক সূচীতে ছেলের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে ২৯ সেপ্টেম্বর রওনা দিয়ে লন্ডন হয়ে ২ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা ছিল।
×