ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাতীয় ক্রিকেট লীগ

নাদিফের শতকে বিশাল সংগ্রহ ঢাকার

প্রকাশিত: ০৫:১৯, ১ অক্টোবর ২০১৭

নাদিফের শতকে বিশাল সংগ্রহ ঢাকার

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) তৃতীয় রাউন্ডে দ্বিতীয়দিনেও খেলা হয়নি দুই ম্যাচে। বৃষ্টির কারণে প্রথম স্তরে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রংপুর বিভাগ ও বরিশাল বিভাগের ম্যাচ এবং দ্বিতীয় স্তরে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগের ম্যাচে কোন বলই মাঠে গড়ায়নি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম স্তরের ঢাকা বিভাগ ও খুলনা বিভাগের ম্যাচে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন নাদিফ চৌধুরী। তার ১৬৬ রানের সুবাদে ৭ উইকেটে ৪৮৪ রান তুলে দ্বিতীয়দিন শেষ করেছে ঢাকা। দ্বিতীয় স্তরের অপর ম্যাচে খুলনার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা মেট্রোপলিসের বিরুদ্ধে রাজশাহী প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২২০ রানে। এরপর মেট্রো দিনশেষে ১০ রান করতেই হারিয়েছে ২ উইকেট। তারা পিছিয়ে আছে ২১০ রানে। নাদিফের ১৬৬, মোশাররফ অপরাজিত ৯৮ ॥ বৃষ্টিতে বাধাগ্রস্ত প্রথমদিন তেমন সুবিধা করতে পারেনি ঢাকার ব্যাটসম্যানরা। মাত্র ৩৯ ওভারেই ৪ উইকেট হারায় তারা ১৩২ রান তুলতে। তবে দ্বিতীয়দিনে দারুণ ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছে তারা। পঞ্চম উইকেটে জোড়া অর্ধশতক হাঁকিয়ে ১১০ রানের জুটি গড়েন শুভাগত হোম ও তাইবুর রহমান। শুভাগত ১০১ বলে ৯ চারে ৬৬ রান করে ফিরলে জুটি ভাঙ্গে। ষষ্ঠ উইকেটে তাইবুর ও নাদিফ ৬৯ রান যোগ করলে বড় সংগ্রহের দিকে এগিযে যায় ঢাকা। তাইবুর ১৭০ বলে ৭ চারে ৭৯ রান করার পর আউট হন। তবে সেঞ্চুরি পেয়ে যান নাদিফ। তিনি ২৩৯ বলে ১৭ চার ও ৬ ছক্কায় ১৬৬ রান করে সাজঘরে ফেরেন। সপ্তম উইকেটে মোশাররফ হোসেনের সঙ্গে ২২৭ রানের বিশাল জুটি গড়েন তিনি। মোশাররফ ২১৮ বলে ৮ চারে ৯৮ রান করে এখনও অপরাজিত। ৭ উইকেটে ইতোমধ্যেই ৪৮৪ রানের বিশাল পুঁজি পেয়ে গেছে ঢাকা। অফস্পিনার মেহেদি হাসান নিয়েছেন ৩ উইকেট। রাজশাহী-মেট্রো ম্যাচে বোলারদের দাপট ॥ দারুণ এক ইনিংস উপহার দিলেন জুনায়েদ সিদ্দিকী। আগের দিন ৯৫ রানেই রাজশাহী ৪ উইকেট হারানোর একটু আগে উইকেটে এসে ২৯ রানে অপরাজিত ছিলেন তিনি। ৪ উইকেটে ১১৪ রান নিয়ে নেমে রাজশাহী দ্বিতীয়দিন আর মাত্র ১০৬ রান করতেই ২২০ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গেছে। এর পেছনে পুরো অবদানই জুনায়েদের। বোলারদের দাপটের মুখে তিনি ১৭৩ বলে ৯ চারে ৮৫ রান করেন। বাকিরা মেট্রোর বোলারদের বিরুদ্ধে দাঁড়াতে না পারায় রাজশাহী গুটিয়ে যায়। শরীফুল্লাহ ও ডলার মাহমুদ ৩টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে মেট্রোও স্বস্তিতে নেই। তারা ১০ রান করতেই হারিয়েছে ওপেনার মেহেদি মারুফ (১) ও জাবিদ হোসেনের (০) উইকেট। এদিনও বৃষ্টির দাপটে মাত্র ৩৪.২ ওভার খেলা হয়েছে এ ম্যাচে।
×