ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা করতে মিয়ানমারের মন্ত্রী আসছেন আজ

প্রকাশিত: ০৫:১৯, ১ অক্টোবর ২০১৭

রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা করতে মিয়ানমারের মন্ত্রী আসছেন আজ

কূটনৈতিক রিপোর্টার ॥ রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনার জন্য মিয়ানমারের স্টেট কাউন্সিলর অফিসের কেন্দ্রীয় মন্ত্রী উ টিন্ট সোয়ে আজ রবিবার ঢাকায় আসছেন। আগামীকাল সোমবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়। সূত্র জানায়, রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী উ টিন্ট সোয়েকে অনেক আগেই ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর জাতিসংঘে মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে উ টিন্ট সোয়ে’র সফরের বিষয়ে আবারও আলোচনা করা হয়। সে অনুযায়ী তিনি ঢাকায় আসছেন। আজ রবিবার রাতে তিনি ঢাকায় পৌঁছবেন বলে জানা গেছে। তার সফরে রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, উ টিন্ট সোয়ে মিয়ানমারের একজন প্রভাবশালী রাজনীতিক। তিনি রাখাইনদের বিষয়টি দেখভালের দায়িত্বে নিয়োজিত আছেন। একজন পেশাদার কূটনীতিক হিসেবে তিনি দীর্ঘ ১০ বছর জাতিসংঘে মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এদিকে ১৩তম আসেম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের জন্য মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী আউং সান সুচি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণপত্রে আউং সান সুচি মিয়ানমারের রাজধানী নেপিডোতে আগামী ২০ ও ২১ নবেম্বর অনুষ্ঠিতব্য মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। এই বৈঠকে আসেমের মূল উদ্দেশ্য অর্জনের জন্য একসঙ্গে বসে আলোচনা করা হবে। পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের আসেম সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
×