ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ম্যাচ ছাপিয়ে আলোচনায় গণভোট

প্রকাশিত: ০৫:১৬, ১ অক্টোবর ২০১৭

ম্যাচ ছাপিয়ে আলোচনায় গণভোট

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের বিরতি শেষে আজ আবারও লা লিগার মিশন শুরু করবে বার্সিলোনা এবং রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠ ন্যুক্যাম্পে কাতালানদের প্রতিপক্ষ লাস পালমাস আর রিয়াল মাদ্রিদ স্বাগত জানাবে এস্পানিওলকে। তবে এসব ছাপিয়ে আজ আলোচনায় কাতালুনিয়ার স্বাধীনতার প্রশ্ন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজই যে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। চার্লস পিগদেমন্তের নেতৃত্বে কাতালুনিয়া সরকার স্পেনের উত্তর-পূর্ব অঞ্চলের স্বাধীনতা চায়। কিন্তু স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় এর মধ্যেই এই ভোটকে অবৈধ ঘোষণা করেছেন। আজ ভোটের আগেই সব ভোট কেন্দ্র বন্ধ করে দেয়া হতে পারে বলেও নির্দেশ রয়েছে। যে কারণেই শেষ পর্যন্ত ভোট হবে কি না, সেটি নিয়েই দেখা দিয়েছে সংশয়। তবে যদি ভোট হয়, সেটির ফল কাতালান স্বাধীনতার পক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি বলে প্রায় সব জরিপে উঠে এসেছে। আর কাতালুনিয়া স্বাধীন হলে বার্সিলোনার কী হবে? কাতালুনিয়ার স্বাধীনতা ঘোষণা করা হলে স্পেনের ঘরোয়া লীগে আর নাও খেলতে পারে দ্বিতীয় সর্বোচ্চ লা লিগার শিরোপা জয়ীরা। এ বিষয়ে কাতালান ক্রীড়ামন্ত্রী জেরার্ডো ফিগেরাস মনে করেন দলগুলোর হাতে বেশ কিছু বিকল্প রয়েছে। তিনি বলেন, ‘লা লিগার কাতালান দলগুলো অর্থাৎ বার্সিলোনা, এস্পানিওল ও জিরোনাকে সিদ্ধান্ত নিতে হবে তারা কোথায় খেলতে চায়। সেটা স্প্যানিশ লীগ হতে পারে, কিংবা প্রতিবেশী দেশ ইতালি, ফ্রান্স কিংবা প্রিমিয়ার লীগও হতে পারে।’ ইংল্যান্ডের দল না হয়েও প্রিমিয়ার লীগে খেলছে ওয়েলস ক্লাব সোয়ানসি এফসি। লীগ ওয়ানে খেলছে মোনাকো। লীগগুলোর এই বিশেষ বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রেখে ফিগেরাস মনে করছেন কাতালান দলগুলোর অন্য লীগে খেলার ব্যাপারে উয়েফা আপত্তি করবে না। লা লিগায় গত মৌসুমটা খুব ভাল কাটেনি বার্সিলোনার। তবে চলতি মৌসুমের শুরু থেকেই উড়ছে মেসি-ইনিয়েস্তারা। মৌসুমের প্রথম ছয় ম্যাচের সবকটিতেই জয়। ১৮ পয়েন্ট নিয়ে অবস্থানও সবার ওপরে। অন্যদিকে স্বপ্নের মতো গত মৌসুমটা উপভোগ করার পর এবার বাজে শুরু হয়েছে রিয়াল মাদ্রিদের। লা লিগায় শীর্ষ পাঁচেও জায়গা মেলেনি তাদের। ছয় ম্যাচ থেকে তিন জয় দুই ড্র আর একটিতে হেরে ১১ পয়েন্ট নিয়ে অবস্থানও ছয় নাম্বারে। তবে এর পেছনে ভূমিকা রাখছে রোনাল্ডোর পারফর্মেন্স। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর থেকেই উড়ছেন তিনি। সুদীর্ঘ ক্যারিয়ারে লা লিগার ইতিহাসে এর আগে কখনই নিজের প্রথম তিন ম্যাচে গোল বঞ্চিত থাকেননি সি আর সেভেন। তবে এই মৌসুমে ইতোমধ্যেই দুই ম্যাচ খেলে ফেলেলেও এখন পর্যন্ত কোন গোলের দেখা পাননি রিয়াল মাদ্রিদের এই পর্তুগীজ সুপারস্টার। আজ এস্পানিওলের বিপক্ষে আবারও মাঠে নামবে রিয়াল। এই ম্যাচে গোল না পেলেই প্রথমবারের মতো লীগে নিজের প্রথম তিন ম্যাচে গোল করতে ব্যর্থ হওয়ার লজ্জাজনক রেকর্ড গড়বেন রোনাল্ডো। চলতি মৌসুমের শুরুতেই চার ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়েন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফুটবলার। যে কারণেই নিজেকে ছন্দে ফেরাতে কিছুটা সময় লাগছে তার। নিষেধাজ্ঞা কাটিয়ে রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরেন তিনি। সেই ম্যাচে ১২টি শট নিলেও প্রতিপক্ষের জাল খুঁজে পাননি রোনালদো। নিজের দ্বিতীয় ম্যাচেও একই চিত্রনাট্য। আলাভেসের বিপক্ষেও গোল করতে ব্যর্থ হন তিনি। এস্পানিওলের বিপক্ষে রোনাল্ডো কী পারবেন স্বরপে ফিরতে? ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার। রিয়াল মাদ্রিদের জার্সিতে এর আগে কখনই অক্টোবর পর্যন্ত গোলের জন্য অপেক্ষা করতে হয়নি ক্রিশ্চিয়ানোকে। সর্বশেষ ২০১০ সালে লীগে প্রথম গোলের জন্য সি আর সেভেনকে অপেক্ষা করতে হয়েছিল ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এদিকে ২০১৪ সালে মায়োর্কা থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন মার্কো এ্যাসেনসিও। সান্তিয়াগো বার্নাবু্যুতে এসে খুব অল্প সময়েই নিজেকে আলাদা করে পরিচিত করেছেন গোটা ফুটবল বিশ্বে। বিশেষ করে ২০১৬-১৭ মৌসুমটা তো স্বপ্নের মতোই কেটেছে এই স্প্যানিশ তারকার। চলতি মৌসুমেও উড়ছেন এসেনসিও। নিষ্প্রভ পারফর্মেন্সের কারণে দলের সেরা তারকা বেল-রোনাল্ডো-বেনজামারা যখন কিছুটা আড়ালে তখন পাদপ্রদীপের আলোয় ২১ বছরের এই তরুণ। চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে প্রথম ১০ ম্যাচেই করেছেন চার গোল। তাকে দলে ভেড়াতে অনেক ক্লাবই আগ্রহী হয়ে ওঠে। তা বুঝতে বাকি রাখেনি রিয়ালও। তাই তো সম্প্রতি নতুন করে এ্যাসেনসিওর সঙ্গে চুক্তি-স্বাক্ষর করেছে স্পেনের জায়ান্ট ক্লাবটি। ফলে ২০২৩ সালের জুন পর্যন্ত রিয়ালেই থাকছেন তিনি।
×