ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আকামা বদলের সুযোগও দিয়েছে

আমিরাত বাংলাদেশী ব্যবসায়ীদের ভিসা দিচ্ছে

প্রকাশিত: ০৫:০৮, ১ অক্টোবর ২০১৭

আমিরাত বাংলাদেশী ব্যবসায়ীদের ভিসা দিচ্ছে

ফিরোজ মান্না ॥ সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশী ব্যবসায়ীদের ভিসা দেয়া শুরু করেছে। ছয় বছর সব ধরনের ভিসা বন্ধ রাখার পর এবার দেশটির কর্তৃপক্ষ ব্যবসায়ী ভিসা দিচ্ছে। একই সঙ্গে বাংলাদেশী কর্মীদের চাকরি বদলের (আকামা পরিবর্তন) সুযোগও দিয়েছে। এ বছরের জুনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির নেতৃত্বে একটি প্রতিনিধিদল সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দুই মাসের ব্যবধানে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এবার সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। সূত্র জানিয়েছে, আরব আমিরাতে একমাত্র সরকারী কর্মকর্তাদের ভিসা বাদে আর সব ভিসা ২০১২ সালের ১২ সেপ্টেম্বর থেকে বন্ধ করে দিয়েছিল। এই সময়ের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে কর্মরত ১৬ লাখ কর্মীকে দেশে ফেরত পাঠানো হয়। বর্তমানে দেশটিতে ৭ লাখ বাংলাদেশী কর্মী রয়েছে। মন্ত্রীর সফরের পর এই ৭ লাখ কর্মীর আকামা পরিবর্তনের বিষয়টি অনুমোদন দিয়েছে। এখন বাংলাদেশী কর্মীরা চাকরি পরিবর্তন করতে পারছেন। মন্ত্রীর সফরে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে, দেশটিতে অন্তত ব্যবসায়ী ভিসা চালু হয়েছে। মন্ত্রণালয়ের জানায়, সংযুক্ত আরব আমিরাতে এ বছরই এক লাখের বেশি কর্মী নিয়োগ দেয়ার আশ্বাস দিয়েছে। মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সম্প্রতি বলেন, দেশটির মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রী সাকর গোবাশ সাঈদ গোবাশের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক হয়। দ্বিপাক্ষিক ওই বৈঠকে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। বৈঠকে বাংলাদেশ থেকে অধিকসংখ্যক কর্মী নেয়া ও কর্মীদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশটির মানব সম্পদ মন্ত্রণালয় থেকে সরকারের কাছে বাংলাদেশী কর্মীর চাহিদাপত্র পাঠানো হবে বলে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন। এই চাহিদার অনুকূলে কত কর্মী তারা নেবে সে বিষয়টি ওয়ার্কিং কমিটির মিটিংয়ে ঠিক হবে। আগামী মাসেই উচ্চ পর্যায়ের আরব আমিরাতের একটি প্রতিনিধিদল ঢাকায় আসবে। তারা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে ঠিক করবে কর্মী নিয়োগের প্রক্রিয়া কি হবে। তাছাড়া মানব সম্পদমন্ত্রী গোবাশ আশ্বাস দিয়েছেন, বাংলাদেশী কর্মীদের আকামা পরিবর্তনের সুযোগ দেয়া হবে।
×