ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে স্বর্ণের দোকানে অনুমতিবিহীন এসিড ব্যবহার

প্রকাশিত: ০৫:০২, ১ অক্টোবর ২০১৭

মুন্সীগঞ্জে স্বর্ণের দোকানে অনুমতিবিহীন এসিড ব্যবহার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জেলায় প্রায় তিন শ’ স্বর্ণের দোকান রয়েছে। তবে এসিড ব্যবহারে লাইসেন্স রয়েছে মাত্র এক দোকানির। বাকিরা লাইসেন্স ছাড়াই এসিড ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে। এতে যেমন ঝুঁকি রয়েছে, তেমনি সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শহরের প্রধান সড়কের থানারপুর এলাকার সিটি গার্ডেন স্বর্ণের মার্কেটের রঞ্জিত ঘোষের লাইসেন্স রয়েছে। ২০০৮ সালে তিনি স্বর্ণের গহনা পরিষ্কারের জন্য এসিড ব্যবহারের এই লাইসেন্স সংগ্রহ করেন মেসার্স রঞ্জিত ঘোষ প্রতিষ্ঠানের নামে। এছাড়া জেলার আর কোন প্রতিষ্ঠানই এসিড ব্যবহারের অনুমতি নেয়নি। কিন্তু বিধান অনুযায়ী এসিড ব্যবহারের সংশ্লিষ্ট জেলা প্রশাসন থেকে লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক। এদিকে গত ১০ সেপ্টেম্বর জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে জেলা এসিড নিয়ন্ত্রণ সংক্রান্ত কমিটির সভায় এই বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে চিঠি প্রদানের সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, ইতোমধ্যেই এই সংক্রান্ত পত্র প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট ইউএনও উপজেলাগুলোর স্বর্ণের দোকানের তালিকা প্রেরণ এবং প্রতিষ্ঠানকে লাইসেন্স গ্রহণের জন্য পত্র দেবেন। জেলা প্রশাসনের সংশ্লিষ্ট জেএম শাখায় কথা বলে জানা যায়, ছয়টি উপজেলার মধ্যে ইতোমধ্যেই টঙ্গীবাড়ি উপজেলা এবং সদর উপজেলা তালিকা প্রেরণ করেছে। অন্য চার উপজেলাকেও এই তালিকা প্রেরণে তাগিদ দেয়া হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, জেলার ছয় উপজেলার বিভিন্ন হাটবাজারে প্রায় ৩শ’ স্বর্ণের দোকান রয়েছে। এসব গহনালয়ে স্বর্ণকাররা কাজের জন্য এসিড ব্যবহার করে আসছে। প্রশাসন সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ শহরের বাজার সড়কের দেওয়ান প্লাজা ঘেঁষা স্বর্ণের দোকান এবং পুরনো ছবিঘরে পাশের স্বর্ণের দোকান, করবী স্টুডিওর পাশে এবং বিপরীতে স্বর্ণের দোকান, গদা ঘোষের ভবনের স্বর্ণের দোকান, থানারপুর এলাকার সিটি গার্ডেন স্বর্ণের মার্কেটের একটি ছাড়া বাকি স্বর্ণকারসহ শহরের সব ক’টি স্বর্ণকারই এই এসিড অবৈধভাবে ব্যবহার করে পরিবেশ বিনষ্ট করছে।
×