ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাবালক রেখে যাওয়ার খেসারত

প্রকাশিত: ০৫:০০, ১ অক্টোবর ২০১৭

নাবালক রেখে যাওয়ার খেসারত

সম্প্রতি এক মার্কিন মা বাড়িতে কয়েক নাবালক সন্তান রেখে দিব্যি ভ্রমণ করতে বের হন। এমনকি দেশে নয়, চলে যান বিদেশে। এ ঘটনায় ওই মাকে সাময়িকভাবে আটক করা হয়। এরিন ম্যাকে নামে ৩০ বছর বয়সী নারীর বাড়িতে ছিল ১২ বছর বয়সী যমজ সন্তান। এছাড়া একটি সাত বছর বয়সী এবং একটি ছয় বছর বয়সী শিশুও ছিল তার। এ চার সন্তানকে বাড়িতে রেখেই এরিন বিদেশ ভ্রমণে বের হয়েছিলেন। ঘটনার কথা পুলিশ প্রথম জানতে পারে সেই নারীর প্রাক্তন স্বামীর কাছ থেকে । তিনি ঘটনাটি পুলিশকে জানালে দ্রুত ব্যবস্থা নেয়া হয় ওই নারীর বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া থেকে তিনি অবশ্য ততক্ষণে জার্মানিতে চলে যান। এর পর পুলিশ বিষয়টির তদন্তে নামে। ঘটনার সত্যতা পাওয়া যায়। তিনি তার অবর্তমানে শিশুদের দেখাশোনার কোন ব্যবস্থা না করেই দেশত্যাগ করেন। পুলিশের পক্ষ থেকে শিশুদের সুরক্ষার বিষয়টি দেখভাল করা হয়। দেশে ফেরার পর তাকে শিশুদের সঙ্গে অমানবিকতার অভিযোগে আটক করা হয়। পরে অবশ্য তাকে নয় হাজার ডলারের বন্ডের বিনিময়ে মুক্তি দেয়া হয়।-এমএসএন অবলম্বনে
×