ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হত্যা মামলায় কালিয়াকৈরে যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৪:৫৮, ১ অক্টোবর ২০১৭

হত্যা মামলায় কালিয়াকৈরে যুবলীগ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম হত্যা মামলায় শনিবার সন্ধ্যায় ইউনিয়ন যুবলীগের সভাপতিকে গ্রেফতার করেছে পিবিআই। গ্রেফতারকৃতের নাম সাখাওয়াত হোসেন ওরফে শাকিল মোল্লা (৩৫)। তিনি কালিয়াকৈরের আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা ওরফে অলু মোল্লার ছেলে এবং আটাবহ ইউনিয়ন যুবলীগের সভাপতি। পিবিআই গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকা থেকে যুবলীগ নেতা রফিকুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামি শাকিল মোল্লাকে গ্রেফতার করে ‘পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’-এর একটি টিম। গ্রেফতারকৃত শাকিলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই গাজীপুরের এসআই তৌহিদুল ইসলাম জানান, ২০১৫ সালের ২১ আগস্ট কালিয়াকৈর উপজেলার চন্দ্রা জাতির পিতা বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। জাতীয় শোক দিবস (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী) ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজমত উল্লাহ খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে অনুষ্ঠানস্থলের পাশে চায়ের দোকানের সামনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে ও মারধরে খুন হন কালিয়াকৈর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম (৪৫)। এ বিষয়ে ঘটনার পরদিন রাতে নিহতের বড় ভাই মোঃ মোতালেব হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মোশারফ হোসেন সিকদার, উপজেলা বিআরডিবি সভাপতি সিকদার জহিরুল ইসলাম, কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সভাপতি রিয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক খাত্তাফ মোল্লার নামও তালিকায় রয়েছে। গ্রেফতারকৃত শাকিল মোল্লা ওই মামলার সম্পূরক আসামির তালিকার ৮ নম্বর আসামি। প্রথমে গাজীপুর ডিবি পুলিশ ও পরে গাজীপুর সিআইডি এ মামলার তদন্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। কিন্তু বাদী আপত্তি জানালে প্রায় চার মাস আগে ওই মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় ‘পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’-কে।
×