ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

তারুণ্যের সুন্দরতম প্রকাশ জাতীয় যুবনাট্য উৎসব

প্রকাশিত: ০৪:৫৮, ১ অক্টোবর ২০১৭

তারুণ্যের সুন্দরতম প্রকাশ জাতীয় যুবনাট্য উৎসব

স্টাফ রিপোর্টার ॥ নাটক নিয়ে চমৎকার এক আয়োজন। তরুণ নাট্যকর্মীদের আপন সৃজন মেলে ধরার সুন্দরতম প্রয়াস। ছয় দিনের নাট্য আয়োজনে উপস্থাপিত হবে বিচিত্র বিষয়ের ২৮টি নাটক। তারুণ্যের সুন্দরতম প্রকাশে মঞ্চনাটকের এমন বৈভবময় আয়োজনে শুরু হলো ষষ্ঠ জাতীয় যুবনাট্য উৎসব। ৫ অক্টোবর পর্যন্ত চলমান এ উৎসবে শিল্পকলা একডেমির জাতীয় নাট্যশালা, স্টুডিও থিয়েটার হল এবং সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে প্রতিদিন মঞ্চস্থ হবে একাধিক নাটক। উৎসবে অংশ নিচ্ছে সারা দেশের ৯টি বিশ্ববিদ্যালয় ও কলেজ এবং ১৮টি যুব নাট্যদল। নাট্য প্রদর্শনীর পাশাপাশি বর্ণিল এ উৎসবে রয়েছে কর্মশালা, ক্লাউন শো, থিয়েটার গেমস, পারফর্মেন্স আর্ট, ইলাস্ট্রেশন আর্ট, সংবাদভিত্তিক (ইম্প্রোভাইজ) নাটক। আমরা সুন্দরের অতন্দ্রী প্রহরী সেøাগানে এ উৎসবের আয়োজক পিপলস থিয়েটার এ্যাসোসিয়েশন (পিটিএ)। সম্ভবনাময় আগামী প্রজন্মকে সংস্কৃতির আলোয় জাগ্রত করার লক্ষ্যে অনুষ্ঠিত এ উৎসবের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শনিবার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ছয় দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন হয়। প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব মোঃ ইব্রাহীম হোসেন খান, নাট্যজন আতাউর রহমান ও গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান। সভাপতিত্ব করেন পিটিএর প্রতিষ্ঠাতা ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। নাট্যশালার বাইরের লবিতে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় বিপন্ন মানবতা শীর্ষক পারফর্মিং আর্টের মাধ্যমে। মিয়ানমারে সংঘটিত রোহিঙ্গা জনগোষ্ঠীর জাতিগত নিধনের বিষয়টি তুলে ধরা হয় এ পরিবেশনার মাধ্যমে। বিশ^ব্যাপী মানবতার অবক্ষয়ের প্রতীকী পরিবেশনাটি উপস্থাপনা করেন সুজন মাহবুব। এ পরিবেশনা শেষে নাট্যশালার ভেতরের লবিতে বেজে ওঠে পিয়ানোর সুমিষ্ট সুর। ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ শীর্ষক পরিবেশনাটি উপস্থাপন করেন পিয়ানোবাদক মনির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, এই উৎসবটি আসলে তারুণ্যের উৎসব। আমাদের জনসংখ্যার বিশাল অংশটি হচ্ছে এই তরুণসমাজ। শিল্প-সাহিত্য ও সংস্কৃতির প্রণোদনার মাধ্যমে এই যুবসমাজকে গড়ে তুলতে পারলে সৃজন হবে স্বপ্নের বাংলাদেশ। আর এসব শিল্পীকে হতে হবে সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ। ইব্রাহীম হোসেন খান বলেন, যেই সময়টাতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর কথা বলা যেত না সেই প্রতিকূল সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল এই সংগঠনটি। এটি একটি দুঃসাহসিক কাজ। শুধু দেশেই নয়, দেশের বাইরেও বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরছে পিটিএ। আতাউর রহমান বলেন, শিশুদের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে এই সংগঠন, যা দেশের সংস্কৃতির জন্য ইতিবাচক। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ছড়িয়ে দিতে কাজ করছে এ সংগঠন। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় মঞ্চস্থ হয় ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউট পরিবেশিত জঙ্গীবাদবিরোধী নাটক ‘স্বপ্নগ্রহণ’। প্রযোজনাটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন আরিফ আল আজাদ। আজ রবিবার উৎসবের দ্বিতীয় দিন। এদিন সারা দেশের যুব নাট্যকর্মীদের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘যুব সাংস্কৃতিক কংগ্রেস’। বিকেল ৫টায় স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে চট্টগ্রাম ইয়ুথ থিয়েটারের নাটক ‘মুক্তি‘। রচনার পাশাপাশি প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন ড. সৌরভ সাখাওয়াত। বিকেল সাড়ে ৫টায় মঞ্চস্থ হবে গাজীপুরের নাট্যভূমির নাটক ‘মহাবিপদ’। শওকত আলী রচিত প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন শাহজাহান শোভন। সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বিকেল ৫টায় পরিবেশিত হবে শেরপুর নাট্য সম্প্রদায়ের প্রযোজনা ‘খ্যাপা পাগলার প্যাচাল’। এস এম সোলায়মান রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন জোনায়েদ আনসারী। সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হবে নূর হোসেন রানা রচিত ও নির্দেশিত ঢাকার জেনেসিস থিয়েটারের নাটক ‘একজন আমেনা’। সন্ধ্যা সাতটায় মুহিত চট্টোপাধ্যায় রচিত ও সৌরভ চট্টোপাধ্যায় নির্দেশিত সুন্দর শীর্ষক নাটক পরিবেশন করবে ঝিনাইদহের নাট্যদল অংকুর। আলোকচিত্রে ‘ভিন্ন রূপে পুরুষ’ নারীর পাশাপাশি পুরুষকেও যুক্ত হতে হবে গৃহকর্মে। স্ত্রী বা সন্তান অসুস্থ হলে ঘরের পুরুষ তুলে নেবে তাদের সেবা-শুশ্রƒষার কাজটি। আর এভাবেই সমাজের সব শ্রেণীর ছেলেদের ঘরের কাজে উৎসাহিত করার বার্তা নিয়ে শুরু হলো বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। শিরোনাম ‘ভিন্ন রূপে পুরুষ’। শনিবার বিকাল ধানম-ির দৃক গ্যালারিতে এ্যাকশন এইড বাংলাদেশ আয়োজিত এ প্রদর্শনীর সূচনা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম, ঢাকাস্থ নেদারল্যান্ডসের দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এ্যানা ভেস্টমেন্টস। শুভেচ্ছা বক্তব্য রাখেন দৃকের পরিচালক শহীদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন এ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির। আয়োজকরা জানান, ঘরের কাজ যে শুধু নারীর দায়িত্ব নয় এটা যে পরিবারের প্রতিটি সদস্যেরর দায়িত্ব; এটাই সমাজে প্রচার ও প্রসারের লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সারাদেশ থেকে এ বিষয়ের ওপর আলোকচিত্র আহ্বান করা হয়। সেখান থেকে বাছাইকৃত কিছু ছবি নিয়ে সাজানো হয়েছে এ প্রদর্শনী। এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন লক্ষণ মিন্টু, ১ম রানার আপ মোঃ রাফায়াত হক খান, ২য় রানার আপ রায়হান আহমেদ। বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন আনিকা নাওয়ার ইশিকা, স্বাক্ষর চাকমা, আয়শা সিদ্দিকা আশা, সিংখানু মারমা, মোহাম্মদ এনামুল হক, কে এম আসাদ ও ফখরুল ইসলাম। আগাীম ৪ অক্টোবর পর্যন্ত চলবে এ প্রদর্শনী।
×