ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঘুমন্ত পান্ডা

প্রকাশিত: ০৪:৫১, ১ অক্টোবর ২০১৭

ঘুমন্ত পান্ডা

সম্প্রতি চীনের সিচুয়ান প্রদেশের চেনদু রিসার্স বেসে এই বিশাল পান্ডাটিকে একটি গাছের ডালে ঘুমাতে দেখা যায়। পান্ডাটিকে প্রজনন কার্যক্রমের অংশ হিসেবে সেখানে রাখা হয়েছে। ২০ বছর আগে বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করার সময় থেকে ২০১৩ সালে এদের আবাসস্থলের পারিমাণ অনেক কম বলে জানানো হয়। -এএফপি শিশুর চাকরির আবেদন সম্প্রতি যুক্তরাজ্যে শিশুদের জন্য একটি এ্যানিমেশন থিম পার্কে চাকরির বিজ্ঞাপন দিয়েছে। এতে নকশাকার পদে আবেদন করেছে ছয় বছরের একটি শিশু। আবেদনে সে লিখেছে, এ চাকরির জন্য আমিই যোগ্য। কারণ, এ বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। বয়সের কারণে তাকে চাকরি দেয়া হয়নি। তবে তাকে একদিনের জন্য থিম পার্কের অন্য নকশাকারদের সঙ্গে কাজ করার সুযোগ দেয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট অনলাইন
×