ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের জন্য মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের দান সংগ্রহ

প্রকাশিত: ০৪:৫০, ১ অক্টোবর ২০১৭

রোহিঙ্গাদের জন্য মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের দান সংগ্রহ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ রোহিঙ্গাদের সাহায্যার্থে অভয়নগর ইমাম পরিষদকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন উপজেলার সর্বস্তরের মানুষ। যশোর জেলা ইমাম পরিষদের আহ্বানে সাড়া দিয়ে সংগঠনের অভয়নগর উপজেলা শাখা গত ১৭ সেপ্টেম্বর থেকে নওয়াপাড়া বাজারে জনবহুল দুটি স্থানে দানবাক্স স্থাপন করে। এছাড়া উপজেলার বিভিন্ন গ্রামে মসজিদ পরিচালনা কমিটি ও ইমামদের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে অনুদান সংগ্রহ করা হয়। শনিবার পর্যন্ত সব মিলিয়ে অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২০ লাখ টাকা। পূজামন্ডপে রোহিঙ্গাদেও জন্য দান বাক্স এদিকে, অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের লেবুগাতী সার্বজনীন পূজামন্দির কর্তৃপক্ষ এবছর ব্যতিক্রমী এক আয়োজন করে দৃষ্টি কেড়েছে সবার। চলতি দুর্গাপূজা উপলক্ষে মন্দিরটির সামনে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ‘সহায়তা বাক্স’ বসিয়েছে কর্তৃপক্ষ।
×