ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইল ভাসানী ভার্সিটিতে প্রথমবর্ষে ভর্তির আবেদন শুরু

প্রকাশিত: ০৪:৪৯, ১ অক্টোবর ২০১৭

টাঙ্গাইল ভাসানী ভার্সিটিতে প্রথমবর্ষে ভর্তির আবেদন শুরু

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৩০ সেপ্টেম্বর ॥ টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ, বিফার্ম ও বিএসসি (অনার্স) কোর্সে ভর্তির আবেদন শনিবার থেকে শুরু হয়েছে। আগামী ৮ নবেম্বর (বুধবার) পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তবে আবেদন ফি জমা দিতে হবে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং ‘রকেট’ এর মাধ্যমে। জানা যায়, এ বছর চারটি ইউনিটের অন্তর্ভুক্ত ১৫টি বিভাগে ৮১৫টি আসনের জন্য এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৮ ডিসেম্বর (শুক্রবার) ‘এ’ ও ‘বি’ এবং ৯ ডিসেম্বর (শনিবার) ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘এ’ ইউনিটে তিনটি বিভাগে আসন রয়েছে ১৭০টি, ‘বি’ ইউনিটের ছয়টি বিভাগে ২৯৫টি, ‘সি’ ইউনিটের চারটি বিভাগে ২৩০টি এবং ‘ডি’ ইউনিটের দুটি বিভাগে ১২০টি আসন রয়েছে।
×