ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাগুরায় শেষ হলো ৯ দিনব্যাপী ব্যতিক্রমী নব দুর্গাপূজা

প্রকাশিত: ০৪:৪৯, ১ অক্টোবর ২০১৭

মাগুরায় শেষ হলো ৯ দিনব্যাপী ব্যতিক্রমী নব দুর্গাপূজা

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৩০ সেপ্টেম্বর ॥ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে মাগুরা সদর উপজেলার আলোকদিয়া-পুখরিয়া গ্রামে পুখরেশ্বরী মন্দিরে শনিবার শেষ হয়েছে নয় দিনব্যাপী নব দুর্গাপূজা। দুর্গাপূজাকে উপলক্ষ করে গত তিন বছর ধরে নয় দিনের আনুষ্ঠানিকতাসমৃদ্ধ ব্যতিক্রমী এ পূজা অনুষ্ঠিত হয়ে আসছে এই গ্রামে। সার দেশে ষষ্ঠীর মাধ্যমে দুর্গাপূজা শুরু হওয়ার প্রচলন থাকলেও এই মন্দিরে মহালয়ার পরদিন থেকেই শুরু হয় দুর্গাপূজার উৎসব। শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রী, মহাগৌরী, সিদ্ধিদাত্রী দেবীদুর্গার এই নয়টি রূপের আবির্ভাবকে লক্ষ্য করেই পুখরিয়া গ্রামের আনন্দ গোপাল দে তার পবিারের পক্ষ থেকে তাদের বাড়ির আঙ্গিনায় স্থাপিত পুখরেশ্বরী মন্দিরে নয় দিনব্যাপী এ পূজার আয়োজন করেছেন। নয়টি রূপে দেবীদুর্গার আবির্ভাবকে সামনে রেখে তারা এ পূজার নাম দিয়েছেন নব দুর্গাপূজা। এ বছর পূজায় হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। পূজা দেখতে আসা প্রত্যেক ভক্তকে প্রসাদ দিয়ে আপ্যায়িত করা হয়।
×