ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এ বছর দেড় শতাধিক বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু

প্রকাশিত: ০৪:৪৮, ১ অক্টোবর ২০১৭

এ বছর দেড় শতাধিক বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র হজ পালন করতে গিয়ে দেড় শতাধিক বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত মোট ১৫১ জনের মধ্যে ১১৯ পুরুষ ও ৩২ মহিলা। তাদের মধ্যে ১০৫ মক্কায়, ২৪ মদিনায়, ৬ জেদ্দায় ও ১৬ মিনায় মারা যান। সর্বশেষ শুক্রবার কক্সবাজার জেলার মায়মুনা খাতুন (৭০) পবিত্র মদিনা আল-মুনাওয়ারায় ইন্তেকাল করেছেন। তার পাসপোর্ট নম্বর- বিকে ০৮৩৯৩৭২। ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে শনিবার পর্যন্ত হজ পালন শেষে এক লাখের মতো হাজি দেশে ফিরে এসেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৩০টি ও সৌদি এয়ারলাইন্সের ১৪৭টি ফ্লাইটযোগে তারা ফিরে আসেন। আগামী ৫ অক্টোবর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শেষ হবার পর শুরু হবে হজের গণশুনানি। প্রতিবছরের মতো এবার মন্ত্রণালয়ের এক কর্মকর্তার রুমে এই শুনানিতে হাজিরা ঢাকা থেকে জেদ্দা, মক্কা থেকে মদিনায় কি ধরনের হয়রানি, ভোগান্তি ও প্রতারণার শিকার হয়েছেন তা শোনার পর তদন্তÍ করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি বিএইচ হারুণ।
×