ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিনামূল্যে চিকিৎসা

প্রকাশিত: ০৪:১৬, ১ অক্টোবর ২০১৭

বিনামূল্যে চিকিৎসা

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৩০ সেপ্টেম্বর ॥ আদমদীঘিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫ দিনব্যাপী বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করেছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনবার্সন প্রতিষ্ঠান (নিটোর) সহকারী সার্জন ডাঃ সঞ্জয় কুমার ঘোষ। জানা গেছে, উপজেলা সদর ইউনিয়নের কুসুম্বী গ্রামের সন্তোষ কুমার ঘোষের বড় ছেলে ডাঃ সঞ্জয় কুমার ঘোষ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গ্রামের বাড়িতে এসে এ মহান উদ্যোগে গ্রহণ করেন। তিনি অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করেন। মঙ্গলবার থেকে শনিবার বিকেল পর্যন্ত তিনি প্রায় দেড় হাজার মানুষকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন। ঢেউটিন ও চেক বিতরণ নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৩০ সেপ্টেম্বর ॥ শনিবার সদর উপজেলা মিলনায়তনে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত উপজেলার ছয় ইউনিয়নের ২২০ পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন ও গৃহনির্মাণের জন্য ছয় হাজার টাকার চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সালেহ সাঈদ এমপি। বক্তব্য রাখেন- এ্যাডভোকেট সফুরা বেগম রুমি এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমান। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান।
×