ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরা সীমান্ত নদীতে দু’দেশের মিলনমেলা হয়নি

প্রকাশিত: ০৪:১৬, ১ অক্টোবর ২০১৭

সাতক্ষীরা সীমান্ত নদীতে দু’দেশের মিলনমেলা হয়নি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীতে এবারও সীমান্ত নদী ইছামতিতে প্রতিমা বির্সজনে দু’দেশের মিলনমেলা হয়নি । অবৈধ অনুপ্রবেশ বন্ধ রাখতে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে এ বছরও দু’দেশের নিজ নিজ সীমানার মধ্যে প্রতিমা বিসর্জন সীমাবদ্ধ রাখার সিন্ধান্তের কারণে দু’দেশের মিলনমেলা বন্ধ থাকে। সাতক্ষীরার দেবহাটার টাউন শ্রীপুর সীমান্তে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন দিতে ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে মিলনমেলা হতো দীর্ঘদিন ধরে। ২০১৩ সালে সাতক্ষীরা জেলাজুড়ে মৌলবাদীদের লাগামহীন সন্ত্রাসের কারণে এই মিলনমেলা বন্ধ হয়ে যায়। মিলনমেলার মধ্যে সন্ত্রাসীরা দু’দেশের মধ্যে ঢুকে পড়তে পারে এই আশঙ্কায় ১৩ সাল থেকে এই মিলনমেলা বন্ধ থাকে। এদিকে এ বছর আবার মিলনমেলা হবে এমনটি আশা করেছিলেন এলাকাবাসী। তবে গত ১৭ সেপ্টেম্বর সীমান্তে ভারতের টাকি বিএসএফ ক্যাম্পে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে এই মিলনমেলা বন্ধের সিন্ধান্ত নেয়া হয়। উভয় দেশের সীমান্ত এলাকায় সীমান্তবর্তী জনসাধারণের অবাধে গমনাগমন, বিচরণসহ যে কোন প্রকার অনাকাক্সিক্ষত দুর্ঘটনা রোধ করতে এই সিন্ধান্ত । পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শারদীয় দুর্গাপূজা বিসর্জনের দিন উভয় দেশই সীমান্ত নদী ইছামতিতে নিজেদের সীমানায় দুর্গা বিসর্জন দেবেন। নৌকা বা ট্রলার নিয়ে কেউ কোন সীমান্ত অতিক্রম করবেন না।
×