ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আতপ চাল উত্তোলনে ডিলারদের আগ্রহ নেই

প্রকাশিত: ০৪:১৩, ১ অক্টোবর ২০১৭

আতপ চাল উত্তোলনে ডিলারদের আগ্রহ নেই

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ বাজারে চালের দাম বেশি। অথচ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১০ দিনেও ওএমএস কার্যক্রম চালু করা যায়নি। ওএমএসে আগ্রহ নেই ডিলারদের। লোকসানের আশঙ্কায় এখন পর্যন্ত এক টন চালও খাদ্যগুদাম থেকে ছাড় করায়নি ডিলাররা। এক্ষেত্রে ডিলারদের ভাষ্য হচ্ছে- এ অঞ্চলের মানুষ সিদ্ধ চালের ভাত খেতে অভ্যস্ত। আতপ চাল কেউ কিনতে চাইছে না। জানা গেছে, ২০ সেপ্টেম্বর থেকে ৩০ টাকা কেজি মূল্যে সারাদেশে ওএমএস চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, রাঙ্গাবালী উপজেলা সদরে ডিলারদের চাল বিক্রির দোকানগুলো বন্ধ রয়েছে। ডিলাররা আতপ চাল উত্তোলন না করায় উপজেলা সদরে ১০ দিনেও ওএমএস চাল বিক্রি কার্যক্রম শুরু হয়নি। জানা গেছে, উপজেলা সদরে খোলাবাজারে ওএমএস চাল বিক্রির জন্য মোশারেফ হোসেন, শাখাওয়াত হোসেন ও রুহুল কুদ্দুস নামের তিনজন ডিলার রয়েছে। প্রতিদিন প্রতি ডিলারকে ১ মেট্রিকটন হারে তিনজন তিন মেট্রিকটন চাল উত্তোলন করে খোলা বাজারে বিক্রি করার কথা। কিন্তু সিদ্ধ চালের পরিবর্তে আতপ চাল কিনতে সাধারণ মানুষ কতটা আগ্রহী হবেনÑসে লাভ ক্ষতির হিসাব মেলাতে গিয়ে এখন পর্যন্ত ওইসব ডিলাররা চাল উত্তোলন করেনি। ফলে এ কার্যক্রমের উদ্দেশ্য ভেস্তে যেতে বসেছে। উপজেলা সদরের ওএমএস ডিলার মোশারেফ হোসেন বলেন, আমাদের এলাকার মানুষ আতপ চাল খায় না। তারা খায় সিদ্ধ চাল। তাই আতপ চাল উত্তোলন করলেও বিক্রি করা যাবে না। এজন্য আতপ চাল গুদাম থেকে ছাড় করানো হচ্ছে না। উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, গুদামে ১০৯ মেট্রিকটন আতপ চাল মজুদ রয়েছে। ওএমএস ডিলাররা চাইলে যেকোন মুহূর্তে চাল উত্তোলন করতে পারবে। এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সালাম জানান, লোকসানের আশঙ্কায় এখন পর্যন্ত রাঙ্গাবালীর তিন ডিলারের কেউ চাল উত্তোলন করেনি। সিদ্ধ চালের পরিবর্তে আতপ চাল দেয়ায় ডিলারদের মধ্যে অনাগ্রহ দেখা দিয়েছে। এদিকে, স্থানীয় বাজারে সর্বনি¤œ ৫৫ টাকার নিচে চাল মিলছে না। বাজারে চালের যথেষ্ট চাহিদা রয়েছে। কিন্তু ডিলাররা উত্তোলন না করায় মানুষ ন্যায্যমূল্যের চাল থেকে বঞ্চিত হচ্ছে। বাউফলে চীফ হুইপের মতবিনিময় নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩০ সেপ্টেম্বর ॥ উপজেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ আসম ফিরোজ এমপি। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, বগা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, চীফ হুইপের এপিএস আনিছুর রহমান, চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান আলকাচ মোল্লা, কালিশুরী ইউনিয়নের চেয়ারম্যান ও কালিশুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ নেছার উদ্দিন সিকদার জামাল, সূর্যমনি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, নুরাইনপুর সরকারী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক শেরইগুল খান প্রমুখ।
×