ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইসলামী জ্ঞান প্রতিযোগিতা

প্রকাশিত: ০৪:১২, ১ অক্টোবর ২০১৭

ইসলামী জ্ঞান প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৩০ সেপ্টেম্বর ॥ আরবী ভাষা ও ইসলামী জ্ঞান বিষয়ে বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার সদর উপজেলার খোশবাজার এস ডি কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সকালে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ঢাকা আয়োজিত এ প্রতিযোগিতায় ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার ২৪ টি ফাজিল ও কামিল মাদ্রাসার প্রায় অর্ধশত শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খোশবাজার মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, দেবীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, খোশবাজার মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ খায়রুজ্জামান, দারাজগা আনসারিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ হাসান আলী, সালন্দর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মিজানুর রহমান ও আবু সালেহ মুসা প্রমুখ। শ্রীমঙ্গলে আলোকচিত্র প্রদর্শনী নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ৩০ সেপ্টেম্বর ॥ প্রধানমন্ত্রীর ৭১তম জন্মদিন উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী করেন মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ও সাংবাদিক বিকুল চক্রবর্তী। শনিবার বিকেলে শ্রীমঙ্গলে হাজার হাজার দর্শনার্থীর পরিদর্শনের মধ্যদিয়ে তা শেষ হচ্ছে। এর আগে শহরতলীর সবুজবাগ আবাসিক এলাকায় আদর্শ শ্রীমঙ্গল পূজামন্ডপ প্রাঙ্গণে এ প্রদর্শনীর উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা ফণীভূষণ চক্রবর্তী। আদর্শ শ্রীমঙ্গল পূজাম-প ও শ্রীমঙ্গল নিউজ কর্নারের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংবাদিক চৌধুরী ভাস্কর হোম, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, জহিরুল ইসলাম সুহেল, সাংবাদিক সঞ্জয় কুমার দে, সাংবাদিক অরবিন্দ দেব, সুকান্ত চক্রবর্তী, জয় নারায়ণ চক্রবর্তী ও চিত্ত সূত্রধর।
×