ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রংপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ০৪:১১, ১ অক্টোবর ২০১৭

রংপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩০ সেপ্টেম্বর ॥ রংপুর মহানগরের সিও বাজার এলাকায় শনিবার সকাল ৯টার দিকে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এরা হলেনÑ শরিফুল ইসলাম (২৮) এবং রুবেল মিয়া (২৬)। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দেড় ঘণ্টা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, নিহত দুই যুবক মোটরসাইকেলযোগে নীলফামারী থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী দেখতে আসার সময় নগরীর সিও বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ট্রাকচাপায় শরিফুল ইসলাম নিহত হন, রুবেল রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের দুজনের বাড়ি নীলফামারী জেলায়। ঝালকাঠিতে ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা থেকে জানান, সড়ক দুর্ঘটনায় লোকমান হোসেন (৩৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৭টায় রাজাপুর-ভা-ারিয়া সড়কে গালুয়া নামক স্থানে অটোরিক্সা ও নছিমনের মধ্যে সংঘর্ষে অটোযাত্রী লোকমান হোসেনের মৃত্যু হয়। তিনি রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের কৈবর্তখালী গ্রামের বাসিন্দা। সীতাকুন্ডে বৃদ্ধা নিজস্ব সংবাদদাতা সীতাকুন্ডে, চট্টগ্রাম থেকে জানান, সীতাকুন্ডে মাইক্রো-মিনিবাসের সংঘর্ষে নূরজাহান বেগম (৬২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছে। আহতরা সকলেই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার বিকেলে উপজেলার ফৌজদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ফেনী জেলার দাগনভূইয়া মারিসপুর এলাকার নূরুল হকের স্ত্রী। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের হাবিলদার জহির জানান, ‘ফেনী থেকে চট্টগ্রামমুখী একটি মাইক্রো আত্মীয়ের বিয়েতে যোগ দেয়ার জন্য চট্টগ্রাম আসছিল। উপজেলার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির বিপরীতে পেট্রোল পাম্পে গ্যাস নিয়ে চট্টগ্রামমুখী রওনা দেয়ার প্রাক্কালে একইমুখী মিনিবাসের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন এবং আহতদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলেও তিনি জানান।’ ঠাকুরগাঁওয়ে ছাত্র নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, সদর উপজেলা রুহিয়া পশ্চিম ইউনিয়নের কলেজছাত্র দেবু (২৩) দেবী দেখার আগেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টায় মোটরসাইকেল দুর্ঘটনায় দেবু নিহত হন। দেবু সদর উপজেলা রুহিয়া পশ্চিম ইউনিয়নের ম-লাদাম গ্রামের বকুলের ছেলে এবং রুহিয়া কলেজের ডিগ্রী ২য় বর্ষের পরীক্ষার্থী। দেবুর পরিবারের লোকজন জানায়, শুক্রবার রাত ১১টায় দেবু তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে দিনাজপুরে দেবী দেখার উদ্দেশে রওনা দিলে দিনাজপুর পৌঁছার আগেই দশমাইল এলাকায় একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনার শিকার হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার দুই বন্ধু গুরুতর আহত হয়ে রংপুর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন। কুষ্টিয়ায় বাস পুকুরে নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে পুকুরে পড়ে নারী ও শিশুসহ ১৭ জন আহত হয়। শনিবার বেলা তিনটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের কুমারখালী উপজেলার বাটিকামারা সরকারী মৎস্য হ্যাচারির কাছে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পানিতে ডুবে যাওয়া বাসটির মধ্য থেকে যাত্রীদের উদ্ধার করে।
×