ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে হামলায় আহত যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৪:০৭, ১ অক্টোবর ২০১৭

মুন্সীগঞ্জে হামলায় আহত যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় এলাকায় পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত যুবক মাহবুব আলম (২৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে শনিবার সকালে মারা গেছেন। জানা যায়, এ ঘটনায় স্থানীয় ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মোঃ লিটনসহ তার ১০ অনুসারীর নামে মামলা রুজু হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার রাতে পৈক্ষারপাড় গ্রামে প্রতিপক্ষের হামলায় মাহবুব আলম ফলাবিদ্ধ হন। সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ তানোরে বিষধর সাপের ছোবলে মারা গেছেন লাইলী বেগম (৪৩) নামের এক গৃহবধূ। শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার বড়াইল এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ লাইলী বেগম ওই গ্রামের শরিফ উদ্দিনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করে তানোর থানার ওসি রেজাউল ইসলাম জানান, শুক্রবার রাতে নিজ শোবার ঘরে ঘুমিয়েছিলেন ওই গৃহবধূ। রাত ৩টার দিকে সেখানেই তাকে বিষধর সাপ ছোবল দেয়। টের পেয়ে স্বজনরা তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কীর্তনখোলায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নিখোঁজের একদিন পর কীর্তনখোলা নদীতে ডুবে নিখোঁজ শিশু রিয়াদের (৬) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে নিখোঁজ ছিল রিয়াদ। সে নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা সেলিম হাওলাদারের পুত্র।
×