ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হরিণের চামড়াসহ শিকারি আটক

প্রকাশিত: ০৪:০৬, ১ অক্টোবর ২০১৭

হরিণের চামড়াসহ  শিকারি আটক

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সুন্দরবনে হরিণের চামড়াসহ এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি টহল দল। শনিবার ভোর ৪টার দিকে দাকোপ থানার লাউডোবঘাট এলাকা হতে হরিণের একটি চামড়াসহ শিকারি ইমাম হোসেনকে আটক করা হয়। আটক শিকারি দাকোপ উপজেলার লাউডোব গ্রামের ওলিয়র রহমানের ছেলে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত হরিণের চামড়া ও আটক শিকারিকে সুন্দরবনের ঢ্যাংমারি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। ড্রেজার মেশিন ধ্বংস নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ৩০ সেপ্টেম্বর ॥ শনিবার দুপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত দুটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে দিয়েছে। উপজেলার সরসকাটি ব্রিজের নিচে কপোতাক্ষ নদ থেকে বরনডালি গ্রামের গোলাম রসুল দীর্ঘদিন দুটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার কবির হোসেন মোবাইল কোর্ট বসিয়ে বালু উত্তোলনের দুটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করেন। এ সময় বালু উত্তোলনকারী গোলাম রসুল পালিয়ে যায়।
×