ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ০৪:০৬, ১ অক্টোবর ২০১৭

চিকিৎসায় অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর শহরের ‘ডক্টরস ক্লিনিক এ্যান্ড হসপিটালে’ ভুল চিকিৎসায় রেজাউল বাবু (৪৮) নামে এক ব্যক্তি শুক্রবার রাতে মারা গেছেন। ১৭ সেপ্টেম্বর ওই ক্লিনিকে অস্ত্রোপচার করার পর রোগীর অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়। বাবু দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ির মৃত তমিজউদ্দিনের ছেলে। জানা যায়, ১৭ সেপ্টেম্বর হার্নিয়ার চিকিৎসার জন্য বাবু ডক্টরস ক্লিনিক এ্যান্ড হসপিটালে ভর্তি হন। সেখানে কোন ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ডাঃ তৌহিদুর রহমান তার অপারেশন করেন। চিকিৎসক চলে যাওয়ার পর রোগীর অবস্থার অবনতি হলে ক্লিনিকের লোকজন তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ১২ দিন সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়। বাবুর ভাই রানা অভিযোগ করেন, ভুল চিকিৎসায় আমার ভাই মারা গেছেন। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগের কর্মকর্তা সুশেন চন্দ্র রায় বলেন, একটা রোগীর অবস্থা নির্ভর করে ৪টি বিষয়ের ওপর। সেগুলো হলো সার্জারি, অবচেতনকারী, হাসপাতাল ব্যবস্থাপনা এবং রোগী। এই রোগীর ক্ষেত্রে চারটির মধ্যে সমন্বয় ছিল না।
×