ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পূজা উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি বিএসএফ মিষ্টি বিনিময়

প্রকাশিত: ০৪:০৫, ১ অক্টোবর ২০১৭

পূজা উপলক্ষে হিলি সীমান্তে বিজিবি বিএসএফ মিষ্টি বিনিময়

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে মিষ্টি উপহার দিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। পাশাপাশি বিজিবিকেও মিষ্টি উপহার দিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ। শনিবার সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫নং মেন পিলারের ১১নং সাবপিলার সংলগ্ন ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব আলম ভারতের হিলি বিএসএফের কোম্পানি কমান্ডার এসি হেপুনি কাশির হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে পূজার শুভেচ্ছা জানান। এ সময় তারা কোলাকুলি ও কুশল বিনিময় করেন। বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব আলম বলেন, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মাঝে সৌহার্দ্য, সম্প্রতি, ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দু’দেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবে আমরা একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি।
×