ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে মায়ের সামনে ছেলেকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:০৩, ১ অক্টোবর ২০১৭

বাউফলে মায়ের সামনে ছেলেকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩০ সেপ্টেম্বর ॥ বাউফলে এক পুলিশ কর্মকর্তার ছেলেকে তার মায়ের সামনে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতের নাম মইন খান নয়ন (১৫)। বাবার নাম মোসলেম উদ্দিন খান। তিনি কেশবপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। জানা গেছে, ওই গ্রামের জাফর হাওলাদারের ছেলে সুমন হাওলাদার মোসলেম উদ্দিন খানের মেয়ে সুমাইয়া আক্তার বিথিকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়। এরপর থেকে সুমন তাকে কলেজে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করত। এ নিয়ে বিথির দশম শ্রেণী পড়ুয়া ভাই মইন খান নয়নের সঙ্গে ওই যুবকের বেশ কয়েকবার বাগ্বিত-া ও ঝগড়াঝাটি হয়। এর জের ধরে ঘটনার দিন রাত ৩টার দিকে সুমন হাওলাদার তার তিন সহযোগী নিয়ে বিথির ঘরের সামনের বারান্দার জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে তার ভাই নয়নকে ঘুমন্ত অবস্থায় কোপাতে থাকে। এ সময় তার আর্তচিৎকার শুনে তার মা মনিরা ফেরদৌস এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। শনিবার ভোরে মা ও ছেলেকে বাউফল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত বলে ঘোষণা করে। মইনের বাবা বরিশাল মেট্রোপলিটন পুলিশের এসআই (এবি) পদে চাকরি করছেন। বগুড়ায় স্বামীর পুঁতেরাখা লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, গাবতলী উপজেলায় স্ত্রীর হাতে খুন হওয়ার দু’দিন পরে শুক্রবার রাতে পুলিশ ঘরে খাটের নিচে মাটি খুঁড়ে জাকির হোসেন (৩৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। হত্যার অভিযোগে তার স্ত্রী বেনু বেগমকে (২৫) গ্রেফতার করার পর পুলিশকে জানিয়েছে, দীর্ঘদিনের নির্যাতন সহ্য করতে না পেরে সে তার স্বামীকে হত্যা করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগুড়া সদরের খান্দার কসাই পাড়া এলাকার জাকির হোসেন দশ বছর আগে গাবতলীর নাড়ুয়ামালা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বিয়ে করেন। সেখানেই সে বাড়ি করে থাকত। তাদের ২টি মেয়ে রয়েছে। সে মাদকাসক্ত ছিল। বুধবার রাতে সে শহর থেকে বাড়ি যায়। শুক্রবার আশপাশের লোকজন তার বাড়ি থেকে দুর্গন্ধ পায়। সেখানে গিয়ে ঘর তালাবদ্ধ দেখে লোকজন পুলিশে খবর দেয়। রাতে পুলিশ বাড়ির ভেতরে গিয়ে শোবার ঘরের খাটের নিচে মাটিচাপা দেয়া গর্তের মতো দেখতে পায়। সেখানকার মাটি সরালে জাকির হোসেনের অর্ধগলিত লাশ বেরিয়ে আসে। পরে পুলিশ তার স্ত্রী বেনু বেগমকে আটক ও জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে হত্যাকা-ের বর্ণনা দেয়। রাজশাহীতে নবজাতক স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, রাজশাহী মহানগরীর শিরোইল কলোনি এলাকার পয়ঃনিষ্কাশন ড্রেন থেকে এক নবজাতক শিশুকন্যার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। কুষ্টিয়ায় ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়ায় এক মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আব্দুস সালাম (৪২)। শনিবার সকালে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাকিলাদহ গ্রামে তার নিজ পুকুর পাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত সালাম ওই গ্রামের বাদল বিশ্বাসের ছেলে। পুলিশ জানায়, সকালে স্থানীয়রা মৎস্য ব্যবসায়ী সালামের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
×