ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

একাধিক চলচ্চিত্রে শহিদ আলমগীর

প্রকাশিত: ০৩:৪৮, ১ অক্টোবর ২০১৭

একাধিক চলচ্চিত্রে শহিদ আলমগীর

স্টাফ রিপোর্টার ॥ ‘রাইফেল মফিজ’ এবং ‘কাপুরুষ’খ্যাত ছোটপর্দার ব্যস্ত অভিনেতা শহিদ আলমগীর। ছোটপর্দায় নিয়মিত অভিনয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে চলচ্চিত্রেও অভিনয় করছেন। এরই মধ্যে পাশাপাশি চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে হাসিবুল রেজা কল্লোলের পরিচালনায় চলচ্চিত্র ‘সত্তা’। মুক্তির অপেক্ষায় আছে এম সাখাওয়াত হোসেনের ‘আসমানি’। এছাড়া নাটকে অভিনয়ের ব্যস্ততাতো রয়েছেই। সম্প্রতি নতুন তিনটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শহিদ আলমগীর। যার মধ্যে জাজ মাল্টিমিডিয়ার একটি চলচ্চিত্র রয়েছে। চলচ্চিত্রের নাম ‘বেপরোয়া’। এটি পরিচালনা করছেন দেবজিৎ চান (রাজা চন্দন)। এছাড়া রবিন খানের ‘মন দেব মন নেব’ এবং বীরজান পরিচালিত ‘অন্তরে’। নতুন চলচ্চিত্রগুলো নিয়ে আশাবাদী শহিদ আলমগীর। এ প্রসঙ্গে শহিদ আলমগীর বলেন আমার ভাগ্য ভাল অনেক গুণী পরিচালকদের সঙ্গে কাজ করেছি। তবে এখনও শিখছি। সামনে আরও ভাল কাজ করতে চাই। ভাল অভিনেতা হতে চাই। সত্যিই এই অভিনেতার সামনে এখন ভাল কাজের হাতছানি। সব মিলিয়ে এখন সময়টা আমার ভাল যাচ্ছে। বিশেষ করে জাজের চলচ্চিত্রে কাজ করতে পারব বলে নিজেকে ভাগ্যবান মনে করছি। কারণ তাদের যে কোন কাজেই চমক থাকে। অভিনেতা শহিদ আলমগীর ইমদাদুল হক মিলনের ‘যুবরাজ’ নাটকে প্রথম কাজ করেন। একক নায়ক হিসেবে প্রথম কাজ করেন ‘শুভ রাত্রি’ নাটকে। গিয়াসউদ্দিন সেলিমের রচনায় এটি পরিচালনা করেন নজরুল কোরাইশী। নাম ভূমিকায় অভিনীত ‘রাইফেল মফিজ’ নাটকে পরিচালক তাকে নিয়ে নাম ভূমিকায় কাজ শুরু করেন। যেমন এম সাখাওয়াত হোসেনের ‘কাপুরুষ’ ধারাবাহিক নাটকে তিনি কাপুরুষের চরিত্রে অভিনয় করেন। বর্তমানে তার অভিনীত বেশকিছু নাটক আছে প্রচারের অপেক্ষায়। এর মধ্যে আছে শাহাজাদা মামুনের পরিচালনায় ধারাবাহিক ‘শুকনো পাতার নূপুর’, হাসান জাহাঙ্গীর রচিত ও পরিচালিত ‘এ্যাকশন গোয়েন্দা’ নামে আজ থেকে এশিয়ান টিভিতে প্রচার শুরু হবে। শহিদ আলমগীর বলেন, অভিনয়ের শুরুটা মঞ্চ দিয়ে হলেও মঞ্চে বেশি দিন কাজ করতে পারিনি। তবে ঢাকা পদাতিকের হয়ে জামিল আহমেদের নির্দেশনায় বাংলাদেশের বিখ্যাত মঞ্চ নাটক ‘বিষাদসিন্ধু’তে কাজ করার সৌভাগ্য হয়েছে। ইমদাদুল হক মিলান ভাই তার ‘যুবরাজ’ নাটকে যুক্ত করেন। তারপর থেকে অভিনেতাই হয়ে গেলাম। এক সময়ের তুখোর ছাত্র নেতা এখন পুরোদস্তুর অভিনেতা। তার জন্য অনেক অনেক শুভ কামনা।
×