ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুন নাঈম এভ্রিল

প্রকাশিত: ০৩:৪৭, ১ অক্টোবর ২০১৭

‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুন নাঈম এভ্রিল

স্টাফ রিপোর্টার ॥ চীনে অনুষ্ঠিতব্য ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার বিজয়ী জান্নাতুন নাঈম এভ্রিল। শুক্রবার আয়োজিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সেরা নির্বাচিত হন তিনি। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন জেসিয়া ইসলাম, দ্বিতীয় রানার আপ হন জান্নাতুন সুমাইয়া। দুয়েকদিনের মধ্যেই বিজয়ী দশ প্রতিযোগীদের নিয়ে ওয়ার্ল্ড ট্যুর প্রাইজ গিভিং প্রোগ্রামের আয়োজন করা হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ ও ওমিকন এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষ। জমকালো পরিসরে শুক্রবার রাতে পর্দা উন্মোচিত হয়েছে ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ এর গ্র্যান্ড ফিনালে। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের (আইসিসিবি) নবরাত্রি হলে এই আয়োজনের চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হয়। উপস্থাপক শিনা চৌহানের নাচ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর নবরাত্রি হলের হলভর্তি হাজারও দর্শকদের সামনে ১০ প্রতিযোগী মঞ্চে এসে একে একে নিজেদের পরিচয় দেন। এরপর প্রত্যেকেই নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন। নাচ, একাধিক ফ্যাশন কিউয়ের মধ্য দিয়ে নিজেদের তুলে ধরেন প্রতিযোগীরা। এর বাইরে তারকা পারফরমেন্সও ছিল চোখে পড়ার মতো। চিত্রনায়ক নিরব নেচেছেন, প্রথমবারের মতো মঞ্চে একসঙ্গে গেয়েছেন দুই সহোদর হƒদয় খান ও প্রত্যয় খান। গ্র্যান্ড ফিনালে বিচারক অভিনেত্রী শম্পা রেজা, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, জাদু শিল্পী জুয়েল আইচ, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, রুবাবা দৌলা মতিন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিনা চৌহান। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর লাভেলো ছাড়াও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সঙ্গে আরছিল ক্রাউন স্পন্সর আমিন জুয়েলার্স, সজীব গ্রুপ, রংধনু গ্রুপ, ভিশন প্রভৃতি। এদিকে প্রতিযোগিতার শেষ মুহূর্তে বিজয়ীর নাম ঘোষণা নিয়ে তৈরি বিভ্রান্তির জবাব দিয়েছেন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। তিনি বলেন, আসলে দুজনের নাম প্রায় একই হয়ে যাওয়াতে সমস্যাটা হয়েছে। লাইভ টেলিকাস্টের কারণে আমরা হুট করেই জানতে পারি আমাদের হাতে মাত্র কয়েক মিনিট সময় রয়েছে। তখন তাড়াহুড়ো করতে হয়েছে। ভারতীয় উপস্থাপিকা শিনা চৌহান ঠিকঠাক সব চালিয়ে নিলেও মূল নাম উপস্থাপন করতে গিয়ে ভুল করে ফেলেছে। এমন ভুল অস্কারের মতো আসরেও হয়। এরপরও আমরা এ ধরনের ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। সেই সঙ্গে এও বলতে চাই এটাই চূড়ান্ত ফল, এখানে বিভ্রান্তির কোন সুযোগ নেই। উপস্থাপিকা প্রথমে জান্নাতুন সুমাইয়ার নাম ঘোষণা করেন। পরবর্তীতে বিজয়ী হিসেবে উচ্চারণ হয় জান্নাতুন নাঈমের নাম। এ প্রসঙ্গে সহআয়োজক প্রতিষ্ঠান ওমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদি হাসান জানান, একই তাড়াহুড়োর কারণে বিজয়ীদের হাতে অন্যান্য পুরস্কার তুলে দেয়া যায়নি। লাইভ টেলিকাস্ট টাইমের হেরফের সব উলট-পালট করে দিয়েছে। সেজন্য আমরা পোস্ট প্রোগ্রাম প্রাইজ গিভিং ডের আয়োজন করছি। সেখানে সবার হাতে পুরস্কার তুলে দেয়ার পাশাপাশি সবাইকে নিয়ে ওয়ার্ল্ড ট্যুর ও পরবর্তী পরিকল্পনার ঘোষণা আসবে।
×