ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আমরা নেটওয়ার্কের লেনদেন শুরু কাল

প্রকাশিত: ০৩:৪৩, ১ অক্টোবর ২০১৭

আমরা নেটওয়ার্কের লেনদেন শুরু কাল

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া শেষে আগামীকাল সোমবার থেকে লেনদেন শুরু হতে যাচ্ছে আমরা নেটওয়ার্কের। কোম্পানি সূত্রে বিষয়টি জানা গেছে। এর আগে ১৬ আগস্ট পর্যন্ত বুকবিল্ডিং পদ্ধতিতে অনুমোদন পাওয়া কোম্পানিটির আইপিও আবেদন জমা নেয়া হয়। প্রতিষ্ঠানটির শেয়ারের মার্কেট লট ১০০ শেয়ার নিয়ে। প্রতি আবেদনের সঙ্গে জমা দিতে হয়েছে তিন হাজার ৫০০ টাকা। কোম্পানি সূত্রে জানা গেছে, আইপিওর মাধ্যমে উত্তোলিত টাকা দিয়ে কোম্পানির আধুনিকায়, দেশের বিভিন্ন স্থানে ওয়াইফাই হটস্পট প্রতিষ্ঠা, আইপিওর কাজ ও ঋণ পরিশোধ করা হবে। এদিকে সম্প্রতি আমরা নেটওয়ার্ক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী (জুলাই’১৬ থেকে মার্চ’১৭) ৯ মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৮ টাকা। এদিকে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে কোম্পানির ট্যাক্স পরবর্তী মুনাফা হয়েছে ৩ কোটি ২৫ লাখ টাকা। আইপিও পূর্ববর্তী ইপিএস হয়েছে ০.৮৬ টাকা এবং আইপিও পরবর্তী ইপিএস হয়েছে ০.৬১ টাকা। তথ্যমতে, কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে এক কোটি ৫০ লাখ ৪১ হাজার ২০৯টি শেয়ার ছেড়ে বাজার থেকে ৫৬ কোটি ২৫ লাখ সাত টাকা তুলেছে। এ শেয়ারের মধ্যে ৬০ লাখ ২৬ হাজার ৭৮৬টি পাবেন সাধারণ বিনিয়োগকারীরা; যা মোট শেয়ারের ৪০ শতাংশ। ৩৫ টাকা দরে এ শেয়ার বিক্রি করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ২১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৫১০ টাকা সংগ্রহ করা হয়। আর বাকি ৬০ শতাংশ বা ৯০ লাখ ১৪ হাজার ৪২৩টি শেয়ার পেয়েছে মিউচ্যুয়ালসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) তিন টাকা ১৬ পয়সা; শেয়ারপ্রতি সম্পদমূল্য ২১ টাকা ৯৮ পয়সা। আর পাঁচ বছরের ইপিএসের গড় করলে হয় দুই টাকা ৫২ পয়সা। ৩০ জুন ২০১৬ সমাপ্ত নিরীক্ষিত হিসাব (ছয় মাসের) অনুযায়ী কোম্পানিটির ইপিএস এক টাকা ৬৮ পয়সা; আর এনএভি ২৩ টাকা ৬৬ পয়সা। কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড। আর রেজিস্টার টু দ্য ইস্যুর দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
×