ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নবম ও দশম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা দ্বিতীয় অধ্যায় (প্রথম পরিচ্ছেদ) প্রস্তুতি-৬

প্রকাশিত: ০৩:৪০, ১ অক্টোবর ২০১৭

নবম ও দশম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা দ্বিতীয় অধ্যায় (প্রথম পরিচ্ছেদ) প্রস্তুতি-৬

বহুনির্বাচনী-৩০ ১৬। ধ্যান অত্যাবশ্যক কেন ? (ক) পরমতত্ত্বকে উপলব্ধি করার জন্য (খ) ধারণাকে উপলব্ধি করার জন্য (গ) প্রণায়ামকে উপলব্ধি করার জন্য (ঘ) প্রত্যাহারকে উপলব্ধি করার জন্য। নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৭ এবং ১৮ নং প্রশ্নের উত্তর দাওঃ খুশি গোপাল স্যার ছাত্রদেরকে শেখালেন,হিন্দুধর্মেও প্রধান দিক হলো ঈশ্বরে বিশ্বাস এবং জগতের কল্যান। এছাড়াও রয়েছে জন্মন্তরবাদ। ১৭। ঈশ্বরে বিশ্বাস হলো - (ক) গৌন (খ) মৌল (গ) ক্ষণিকের (ঘ) বহুকালের। ১৮। ঈশ্বর হলেন- (ক) সাকার (খ) নিরকার (গ) নিত্য (ঘ) নিত্য ও নিরাকার। ১৯। ভক্তিকে অবলম্বন করে যিনি সাধনা করেন তিনিই হচ্ছেন- (ক) সন্ন্যাসী (খ) সাধক (গ) ভক্ত (ঘ) জ্ঞানী। ২০। ঈশ্বরকে নিয়ে সর্বক্ষণ চিন্তা করার নাম কী? (ক) ঈশ্বর প্রণিধান (খ) ঈশ্বরপ্রেম (গ) ঈশ্বরভক্তি (ঘ) ঈশ্বর স্মরণ। ২১। ভগবান বন্ধুরূপে যার নৈতিক শিক্ষায় সকলকে উদ্বুদ্ধ করার প্রয়াসী হনÑ (র) অহিংসার (রর) সাম্য ও মৈত্রীর (ররর) করুণার নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ২২। স্বাধ্যায় বলতে যা বোঝায়- (ক) স্বধর্মের ধর্মশাস্ত্র নিয়মিত অধ্যয়ন করা (খ) পরধর্মের ধর্মশাস্ত্র নিয়মিত অধ্যয়ন করা (গ) যে কোন ধর্মের ধর্মশাস্ত্র নিয়মিত অধ্যয়ন করা (ঘ) ধর্মীয় গ্রন্থ পাঠ করা। ২৩। যে আশ্রমে এসে সন্ন্যাসী একাকী জীবনধারণ করবেন তাকে কী বলে ? (ক) গাহার্স্থ্য (খ) ব্রক্ষ্মাচর্য (গ) বানপ্রস্থ (ঘ) সন্ন্যাস। ২৪। সন্ন্যাস শব্দের অর্থ- (ক) সম্পূর্ণ রূপে ত্যাগ (খ) আংশিক ত্যাগ (গ) ত্যাগ ও ভোগ (ঘ) ছেড়ে দেওয়া। ২৫। পারিবারিক জীবনে প্রতিদিন কয়টি যজ্ঞকর্মের অনুশীলন করতে হবে ? (ক) ২টি (খ) ৪টি (গ) ৫টি (ঘ) ৬টি। ২৬। দৈবযজ্ঞ বলতে কী বোঝায় ? (ক) ভগবানকে ভোগ্যবস্তু নিবেদন করা (খ) অতিথিকে ভোগ্যবস্তু নিবেদন করা (গ) প্রতিবেশীকে ভোগ্যবস্তু নিবেদন করা (ঘ) যে কাউকে ভোগ্যবস্তু নিবেদন করা । ২৭। তপগুণে গুণান্বিত ব্যক্তিরা কী করে ? (ক) ঈশ্বর প্রাপ্তির জন্য চেষ্টা চালায় (খ) আত্মার প্রশান্তি লাভের জন্য চেষ্টা করে (গ) জগতের মঙ্গলের জন্য চেষ্টা করে (ঘ) মহাপুরুষ পরিচয় লাভের জন্য প্রাণপণ চেষ্টা করে। ২৮। শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ অবদান হলো- (ক) শ্রীমদ্ভগবদ্গীতা (খ) শ্রীশ্রীচন্ডি (গ) ধর্মরাজ্য স্থাপন (ঘ) কংসের নিধন। ২৯। কে অক্ষয়া স্বর্গ লাভ করেন ? (ক) দেশপ্রেমিক (খ) ভক্ত (গ) হরিভক্ত (ঘ) জ্ঞানী। ৩০। যা থেকে নিশ্চিত মঙ্গল লাভ করা যায় তার নাম কী? (ক) ধর্ম (খ) কর্ম (গ) সম্পদ (ঘ) যোগ উত্তর ঃ ১৬(ক), ১৭(খ), ১৮(ঘ), ১৯(গ), ২০(ক), ২১ (খ), ২২ (ক), ২৩(ঘ), ২৪ (ক), ২৫ (গ), ২৬(ক), ২৭(খ), ২৮(ক), ২৯(খ), ৩০(ক)।
×