ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘ইরানের সামরিক স্থাপনা যুক্তরাষ্ট্রকে দেখতে দেয়া হবে না’

প্রকাশিত: ০৩:২৮, ১ অক্টোবর ২০১৭

‘ইরানের সামরিক স্থাপনা যুক্তরাষ্ট্রকে দেখতে দেয়া হবে না’

ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের বিষয়ে মার্কিন চাপকে নাকচ করে দিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরমাণু নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক মিখাইল উলিয়ানভ শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্রকে ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের সুযোগ দেয়ার কোন কারণ নেই এবং এ বিষয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএকে কোন আহ্বানও জানানোর প্রয়োজন নেই। ওয়েবসাইট। জাতিসংঘে নিযুক্ত মার্কিন স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালি বৃহস্পতিবার ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের বিষয়ে রাশিয়ার অবস্থানের সমালোচনা করেছেন। নিকি হ্যালির সে সমালোচনা নাকচ করে মিখাইল উলিয়ানভ বলেন, ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনে মার্কিন সরকারের এ দাবি অগভীর চিন্তার দৃষ্টান্ত। রাশিয়ার এ কর্মকর্তা আরও বলেছেন, মার্কিন দাবির মাধ্যমে পরিষ্কার হয় যে, যুক্তরাষ্ট্র ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার অন্য পক্ষের ওপর নিজেদের মতামত চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। এদিকে পরমাণু সমঝোতা বানচালের উদ্দেশ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র ওপর নতুন করে চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি এক বিবৃতিতে অভিযোগ করেছেন, ইরান তার সামরিক স্থাপনাগুলো পরিদর্শনের সুযোগ দিচ্ছে না অথচ আইএইএ জানিয়েছে, সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর মধ্যে কোনো পার্থক্য করা উচিত নয়। রাশিয়াও ইরানের সামরিক স্থাপনাগুলোর ওপর আইএইএ’র পরিদর্শনে বাধা দিচ্ছে অভিযোগ করে নিকি হ্যালি বলেন, কয়েকটি দেশ ইরানকে রক্ষার চেষ্টা করছে। তিনি দাবি করেন, ইরানের সামরিক স্থাপনায় পরিদর্শনের সুযোগ দেয়া না হলে পরমাণু সমঝোতা একেবারেই অর্থহীন। এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ব্যাপক চাপ সৃষ্টি হওয়ায় আইএইএ’র প্রধান ইউকিয়া আমানোও চলতি সপ্তাহে নিজেদের কাজে স্বচ্ছতা বজায় রাখার জন্য পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।
×