ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রুশ ও চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

ট্রাম্পের এশিয়া সফর ॥ উত্তর কোরিয়া ইস্যু প্রাধান্য পাবে

প্রকাশিত: ০৩:২৬, ১ অক্টোবর ২০১৭

ট্রাম্পের এশিয়া সফর ॥ উত্তর কোরিয়া ইস্যু প্রাধান্য পাবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৩ থেকে ১৪ নবেম্বর পূর্ব এশিয়ার পাঁচটি দেশ সফরে যাবেন। তার সফরকালে উত্তর কোরিয়ার পরমাণু কার্যক্রম ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচী নিয়ন্ত্রণের বিষয়টি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। -ওয়াশিংটন পোস্ট দূরপ্রাচ্যে তার ১১ দিনের টানা সফরকালে ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপিন্স যাবেন। এ পাঁচটি দেশের মধ্যে দুটি দেশ (দক্ষিণ কোরিয়া ও জাপান) যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে সরাসরি উত্তর কোরিয়ার অব্যাহত সামরিক হুমকির মধ্যে রয়েছে এবং এসব দেশের নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে বিভিন্ন সময় ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করেছেন। উত্তর কোরিয়ার উদ্ভাবিত দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আওতায় যুক্তরাষ্ট্রের হাওয়াই ও গুয়াম দ্বীপ মূল ভূখ-ের কোন কোন অংশ চলে আসায় দেশটি নিজেও খুব একটা স্বস্তিতে নেই। তাই এবারের সফরে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ চীনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে এ বিষয়ে একটি মীমাংসায় উপনীত হওয়ার চেষ্টা থাকবে ডোনাল্ড ট্রাম্পের। এদিকে গত শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের বিদেশ সফরকালে দুই দেশের দুটি স্থানে আঞ্চলিক অর্থনৈতিক ও নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণ করবেন। প্রথম অর্থনৈতিক সম্মেলনটি যা এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরাম নামেই সমধিক পরিচিতÑ ভিয়েতনামের দা নাং-এ অনুষ্ঠিত হবে। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। সম্মেলনের ফাঁকে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মিলিত হবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া জাপানী প্রধানমন্ত্রী শিনজো আবে এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এ এলাকার সামগ্রিক নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দিয়ে ফিলিপিন্সের ম্যালিলাতে আসিয়ান জোটভুক্ত দেশগুলোর এক সম্মেলন অনুষ্ঠিত হবে। স্বাগতিক দেশের প্রেসিডেন্ট হিসেবে রডরিগো দুতের্তে এ সম্মেলনে উপস্থিত থাকবেন। তবে এখন পর্যন্ত এটি স্পষ্ট হয়নি যে, দুতের্তে অথবা ভিয়েতনামী নেতৃবৃন্দের সঙ্গে ট্রাম্প দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন কি-না। মাদক ব্যবসায়ী ও চোরাচালানিদের বিরুদ্ধে নিষ্ঠুর দমন অভিযানের সময় বিনা বিচারে হাজার হাজার মানুষকে হত্যা করার দায়ে দুতের্তেকে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু গত এপ্রিলে ডোনাল্ড ট্রাম্প মাদকবিরোধী যুদ্ধে সাহসী ভূমিকা রাখার জন্য টেলিফোনে দুতের্তের প্রশংসা করেন। এ সময় তিনি উত্তর কোরিয়ার বিরুদ্ধে চাপ প্রয়োগের লক্ষ্যে চীনকে রাজি করানোর জন্য দুতের্তের প্রতি অনুরোধ জানান। মার্কিন প্রেসিডেন্টের এই দক্ষিণ-পূর্ব এশিয়া সফর সম্পর্কে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ট্রাম্পের এই কূটনৈতিক যোগাযোগের ফলে উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার হবে, যাতে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার লক্ষ্যে একটি সম্পূর্ণ, সুনিশ্চিত ও অপরিবর্তনীয় ফল অর্জন করা সম্ভব হবে।
×