ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেরি চলাচল ব্যাহত ;###;কাঁঠালবাড়ি ঘাটে আটকে আছে ৩শতাধিক পণ্যবাহী ট্রাক

বৈরী আবহাওয়ায় উত্তাল পদ্মা

প্রকাশিত: ২৩:২২, ৩০ সেপ্টেম্বর ২০১৭

বৈরী আবহাওয়ায় উত্তাল পদ্মা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ বৈরী আবহাওয়ায় পদ্মানদী উত্তাল থাকার কারণে ফেরি চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। ফলে দূর্ভোগ দেখা দিয়েছে জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ফেরিঘাটে। এতে ঘাটে ৩শতাধিক পন্যবাহী ট্রাক আটকে আছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পূজার ছুটি শুরু হওয়ার আগেই মংলা পোর্ট থেকে একযোগে অধিক পরিমান পন্যবাহী ট্রাক ঢাকার উদ্দেশে কাঁঠালবাড়ী ঘাটে আসে। কয়েকদিন ধরে বৈরী আবহওয়ার কারণে পদ্মা কিছুটা উত্তাল হয়ে উঠায় ফেরিতে পরিবহন উঠা-নামায় ও চলাচলে সময় বেশি লাগায় ঘাট এলাকায় জমে গেছে এ সব পণ্যবাহী ট্রাক। এছাড়াও যাত্রীবাহী বাস ও ছোট গাড়িগুলোকে পূজার ছুটিতে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করায় ঘাট এলাকায় পরিবহনের এই জট তৈরি হয়েছে। আগামী ২/৩ দিনের মধ্যে পন্যবাহী সকল ট্রাক পারা করা সম্ভব হবে বলে বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের কর্মকর্তারা জানান। খুলনা থেকে আসা পণ্যবাহী ট্রাক চালক মালেক মিয়া বলেন, ‘তিন দিন ধরে ঘাটের টার্মিনালে আটকে থেকেও ফেরিতে গাড়ি উঠানো সম্ভব হয়নি। ঘাটে গাড়ির সংখ্যা বাড়ছেই। অন্যদিকে বৈরী আবহওয়ার কারণে অনেক সমস্যা হচ্ছে।’ বর্তমানে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে। বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, ‘বৈরী আবহাওয়ায় ফেরি চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে। বর্তমানে ঘাটে ৩শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। দু‘দিনের মধ্যেই সকল ট্রাক পার করা সম্ভব হবে।’
×