ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেঘনার ভাঙ্গন থেকে রক্ষায় সিসি ব্লক কাজের উদ্ধোধন

প্রকাশিত: ২২:৩৭, ৩০ সেপ্টেম্বর ২০১৭

মেঘনার ভাঙ্গন থেকে  রক্ষায় সিসি ব্লক কাজের উদ্ধোধন

নিজস্ব সংবাদদাতা,ভোলা ॥ ভোলা দৌলতখানে মেঘনার ভাঙ্গন চরম আকার ধারন করেছে। এমন পরিস্থিতিতে অবশেষে রাক্ষুসী মেঘনার হাত থেকে দৌলতখান উপজেলাকে রক্ষার জন্য প্রায় ৫৫১ কোটি টাকা ব্যায় সিসি ব্লক কাজের উদ্ধোধন করা হয়েছে। এসময় এলাকার মানুষের মধ্যে আনন্দ উৎসব বিরাজ করে। আজ শনিবার দুপুরে দৌলতখানে বাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিত সিসি ব্লকের উদ্ধোধন করেন ভোলা-২ আসনের সংসদ সসদ্য আলী আজম মুকুল। ভবানীপুর ইউনিয়ন পরিষদের সামনে এক জনসভা, দোয়া মোনাজাত ও ফলক উম্মোচনের মধ্যে দিয়ে এই কার্যক্রমের উদ্ধোধন করা হয়। উদ্ধোধন কালে প্রধান অতিথি ভোলা-২ আসনের সংসদ সসদ্য আলী আজম মুকুল বলেন, দৌলতখান বাসীর প্রধান সমস্য ছিলো নদী ভাঙ্গন। তাদের দীর্ঘদিনের সমস্য সমাধান করবো বলে আমি প্রতিশ্রুতি দিয়ে ছিলাম।আজ দৌলতখান বাসীর নদী ভাঙ্গন রোধে স্বপ্নের সেই সিসি ব্লক কাজের আজ উদ্ধোধন হলো। তিনি আরো বলেন,আওয়ামী লীগ উন্নয়ে বিশ্বাসী। ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম নবী নবুর সভাপত্বিতে উদ্ধোধনী অনুষ্ঠানে এ সময় বিভিন্ন শ্রেনী পেশার বিভিন্ন উপস্থিত ছিলো। এ সময় পানি উন্নয়ন বোর্ড এর নিবাহী প্রকৌশলী বাবুল আক্তার জানায়, দৌলতখান ভবানীপুর মাছ ঘাট থেকে বোরহানউদ্দিনের পক্ষীয়া পর্যন্ত সাড়ে নয় কিলোমিটার নদী ভাঙ্গন রোধে সিসি ব্লক স্থাপন করা হবে। ২৩ টি গ্রুপে ৫৫১ কোটি টাকার এ কাজ আগামী ২০২০ সালের মধ্যে শেষ করা হবে তিনি আশা প্রকাশ করেন।
×