ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্রুত মাঠে ফিরবেন আগুয়েরো ॥ পেপ গার্দিওলা

প্রকাশিত: ১৮:০২, ৩০ সেপ্টেম্বর ২০১৭

দ্রুত মাঠে ফিরবেন আগুয়েরো ॥ পেপ গার্দিওলা

অনলাইন ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় পাজরের একটি হাড্ডি ভেঙে গেছে ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর। তা সত্ত্বেও খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে মাঠে ফিরবেন এমনটি আশা করছেন ম্যানসিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। তবে মাঠে ফেরার জন্য আর্জেন্টাইন তারকার পুরোপুরি ফিট হতে দুই থেকে চার সপ্তাহ সময় লাগবে বলেও জানান তিনি। গার্দিওলা বলেন, ‘আগুয়েরোকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা এখনই বলা যাবে না। তবে ধারণা করা হচ্ছে দুই থেকে চার সপ্তাহ সময় লাগবে। সেক্ষেত্রে আগামী ১৪ অক্টোবর স্টোক সিটির বিপক্ষে ইতিহাদ স্টেডিয়ামে খেলতে পারবে।’ তবে বিশ্বকাপ বাছাইয়ে খাদের কিনারে থাকা আর্জেন্টিনার জন্য এটা দুঃসংবাদই। কারণ মাঠে ফিরতে দুই সপ্তাহ লাগলেও বাছাইপর্বে শেষ দুটি ম্যাচ খেলতে পারবেন না আগুয়েরো। আগামী ৫ অক্টোবর পেরু ও ১০ অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে খেলা রয়েছে আর্জেন্টিনার। ১৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা আছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই তালিকার পাঁচ নম্বরে। এই দুই ম্যাচ শেষে অন্তত পঞ্চম স্থান ধরে রাখতে না পারলে রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে খেলার কোনো সুযোগই থাকবে না দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এদিকে দুর্ঘটনার পর আর্জেন্টিনার মেট্রো রেডিওকে বলেন, ‘আমার পাঁজরের একটি হাড্ডি ভেঙে গেছে। আমি এখন বিশ্রামে আছি। সত্যি এটা খুবই কষ্টদায়ক।’ এরপর টুইটারে লিখেন, ‘যারা আমাকে এ সময়ে সমর্থন যোগিয়েছেন। এটাই আমাকে ফিরে আসতে সহায়তা করবে।’
×