ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেয়ারস্টোর সেঞ্চুরি, হোয়াইটওয়াশ উইন্ডিজ

প্রকাশিত: ১৭:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০১৭

বেয়ারস্টোর সেঞ্চুরি, হোয়াইটওয়াশ উইন্ডিজ

অনলাইন ডেস্ক ॥ চতুর্থ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ জয়ের কাছাকাছি ছিল। কিন্তু কপাল পুড়ে বৃষ্টি আইনে! ওই হার কোনোভাবেই মানতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। চতুর্থ ওয়ানডেতে সফরকারীরা লড়াই করলেও পঞ্চম ওয়ানডেতে ইংলিশদের দাপটে দিশেহারা প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা। ৯ উইকেটের জয়ে ৪-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। সাউদাম্পটনে টস হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২৮৮ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৭২ বল ও ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর ফেলে ইংল্যান্ড। ইংল্যান্ডের জয়ের নায়ক উইকেট রক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির স্বাদ পাওয়া এ ব্যাটসম্যান শেষ ওয়ানডেতেও তুলে নিয়েছেন সেঞ্চুরি। ক্যারিয়ার সেরা ১৪১ রানের ইনিংস খেলে জয় তুলে মাঠ ছাড়েন বেয়ারস্টো। ১১৪ বলে ১৭ বাউন্ডারিতে ইনিংসটি সাজান উইকেট রক্ষক ব্যাটসম্যান। বেয়ারস্টো সেঞ্চুরি করলেও মাত্র ৪ রানের জন্য তিন অঙ্কের ঘর ছুঁতে পারেননি জেসন রয়। ৭০ বলে ১১ চার ও ১ ছক্কায় ৯৬ রান করেন রয়। এরপর কামিন্সের বলে এলবিডব্লিউ হন।উদ্বোধনী জুটিতে ১৫৬ রান করেন রয় ও বেয়ারস্টো। এ জুটি ভাঙার পর পথ হারায়নি স্বাগতিক দল। বেয়ারস্টো ও রুট ১৩৮ রানের জুটি গড়ে সহজেই দলকে জয় এনে দেন। ৪৪ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন রুট। এর আগে সাই হোপের ৭২ রানের ইনিংসে ভর করে লড়াকু সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন ক্রিস গেইল। ২৯ বলে ১ চার ও ৫ ছক্কায় ৪০ রানের ইনিংসটি সাজান বিস্ফোরক এ ব্যাটসমান। এছাড়া কাইল হোপ ৩৩, সুনিল এমব্রিজ ৩৮, মারলন স্যামুয়েল ৩২ রান করেন। ইনজুরির কারণে এ ম্যাচ খেলতে পারেননি গত ম্যাচে ঝড় তোলা এভিন লুইস। ইংল্যান্ডের হয়ে বল হাতে সর্বোচ্চ ২টি উইকেট নেন লিয়াম প্ল্যাঙ্কেট। জনি বেয়ারস্টো ম্যাচ সেরা এবং মঈন আলী সিরিজ সেরা নির্বাচিত হন ।
×