ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকা নগর জামায়াতের সভাপতিসহ ৯ নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৭:৫৫, ৩০ সেপ্টেম্বর ২০১৭

ঢাকা নগর জামায়াতের সভাপতিসহ ৯ নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলটির নয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে কদমতলী থানার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জামায়াতের এই নেতাদের কাছ থেকে বোমা, চাপাতি ও উগ্রপন্থি বই উদ্ধার করা হয়। তারা হলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও কেন্দ্রীয় মসজলিসে শূরার সদস্য আবদুস সবুর ফকির। শুক্রবার রাতে দলটির আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে অন্যদের নাম উল্লেখ করেনি জামায়াত। মকবুল আহমাদ জানান, শুক্রবার বিকেলে ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলসহ জামায়াতের নেতারা সাংগঠনিক বিষয়ে আলাপ-আলোচনা করার জন্য একত্রিত হলে পুলিশ তাদের অন্যায়ভাবে আটক করেছে। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন,-নাশকতার পরিকল্পনার সময় ঢাকা মহানগর দক্ষিণের আমিরসহ নয় জনকে আটক করা হয়েছে। ধোলাইপাড়ের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিস্ফোরক (ককটেল), প্রচুর জিহাদী বই, চাপাতি ও চাকু উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ওয়ারী জোনের উপ-কমিশনার ফরিদ উদ্দিন বলেন, ‘নাশকতার উদ্দেশে গোপন বৈঠকের সময় জামায়াতের নয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’
×