ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ হকি

দ. কোরিয়ার বিপক্ষে প্রীতিম্যাচ খেলবে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫৮, ৩০ সেপ্টেম্বর ২০১৭

দ. কোরিয়ার বিপক্ষে প্রীতিম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এশিয়া কাপ হকির আসর শুরু আগামী ১১ অক্টোবর থেকে। এর আগে বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতিম্যাচ খেলতে রাজি হয়েছে দক্ষিণ কোরিয়া। টুর্নামেন্টে অংশ নিতে ৮ অক্টোবর সকালে ঢাকা আসবে তারা, সন্ধ্যায় ফ্লাডলাইটের কৃত্রিম আলোয় খেলবে ম্যাচটি। ইতোমধ্যে চীনে গিয়ে ৬টি প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে বাংলাদেশ দল। এর আগে মালয়েশিয়া ও চীনকে নির্ধারিত সময়ের চারদিন আগে এসে ম্যাচ খেলার আমন্ত্রণ জানানো হলেও ইতিবাচক সাড়া পায়নি বাংলাদেশ। ৮ অক্টোবর রাত ১২টার মধ্যে টুর্নামেন্টে অংশ নিতে চীন, ভারত, মালয়েশিয়া, পাকিস্তান ও জাপান ঢাকায় আসবে; পরদিন আসবে মধ্যপ্রাচ্যের ওমান। এশিয়া কাপের আবহ বাড়াতে হালের তারকা শিল্পীদের দিয়ে থিম সং বানিয়েছে হকি ফেডারেশন। আজ সেই থিম সং আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
×