ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা ॥ চীফ হুইপ

প্রকাশিত: ০৬:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা ॥ চীফ হুইপ

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ আসম ফিরোজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে বিতারিত রোহিঙ্গাদের এ দেশে আশ্রয় দিয়ে বিশ্বাবাসীর কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেজন্য তাকে “মানবতার মা” হিসেবে ভূষিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বাউফল উপজেলার কালাইয়া মদন মোহন জিউর আখড়া বাড়ির পূজা মন্ডবে কালাইয়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্দ্যোগে মায়ানমায়ের রোহিঙ্গা হত্যা, ধর্ষণ এর প্রতিবাদ ও অসহায় মানুষের মঙ্গল ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও মঙ্গলারতী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, কোন রোহিঙ্গাকে জোর করে পাঠিয়ে দেওয়া হবে না। প্রয়োজনে আমারা আমাদের এক বেলার খাবার ভাগ করে খাব। এর আগে চিফ হুইপ আসম ফিরোজ রোহিঙ্গাদের মঙ্গলার্থে এক হাজার প্রদীপ প্রজ্জলন উদ্ধোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ্ আল মাহমুদ জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, কালাইয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির হোসেন মোল্লা, চন্দ্রদ্বীপ চেয়ারম্যান এনামূল হক আলকাছ, প্রভাষক কবিরুজ্জামান প্রমুখ।
×