ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রিক্সা ও ভ্যান বিতরণ

প্রকাশিত: ০৬:৩৪, ৩০ সেপ্টেম্বর ২০১৭

রিক্সা ও ভ্যান বিতরণ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে রিক্সা ও ভ্যান প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে শাপলা চত্বরসংলগ্ন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণের উদ্যোগে ৮ দরিদ্র ও বেকারদের এই রিক্সা ও ভ্যান দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেনÑ জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ম-ল মঞ্জু, সহসভাপতি চাষী করিম, সাংগঠনিক সম্পাদক সাইদ হাসান লোবান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম, জেলা পরিষদ সদস্য আবদুস সালাম প্রমুখ। দারিদ্র্য বিমোচনে কর্মশালা স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক কর্মশালায় বক্তারা বলেছেন, সমন্বয়হীনতাই দারিদ্র্য বিমোচনের বড় বাধা। মন্ত্রিপরিষদ বিভাগ ও ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে স্থানীয় একটি হোটেলে আয়োজিত শুক্রবারের কর্মশালায় ময়মনসিংহ বিভাগের প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিগণ যোগ দেন। ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। খালেদ হোসেনের মূল প্রবন্ধ পাঠের ওপর বক্তব্য রাখেন খলিলুর রহমান, আশরাফুল আলম, ড. আহমেদ মনিরুছ সালেহীন, ওএন সিদ্দিকা বেগম, ফজলুল হক ও ফয়েজ আহমেদ।
×