ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চকরিয়ায় অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক

প্রকাশিত: ০৬:৩৪, ৩০ সেপ্টেম্বর ২০১৭

চকরিয়ায় অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চকরিয়া থেকে ১৩ আগ্নেয়াস্ত্র ও ৩০ রাউন্ড গুলিসহ ৩ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার সকালে চকরিয়ার খুটাখালী এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ৪টি ওয়ান শূটারগান, ৬টি একনলা বন্দুক ও ৩টি কাটা রাইফেল। আটক ব্যক্তিরা হলেন- চকরিয়া খুটাখালীর পিলখালীর আয়ুব আলী, মোহাম্মদ আয়াজ ও আব্দুল হামিদ। র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, খুটাখালী পিনখালীর একটি চিংড়ি ঘেরে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের ধাওয়া করে আটক করা হয়। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করেছেন। নীলফামারীতে মাদকসহ আটক ৪ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দুই স্থান থেকে ইয়াবা ও হেরোইনসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। নীলফামারীর সৈদয়পুর ও কিশোরীগঞ্জ উপজেলা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, শুক্রবার সকালে মোটরসাইকেলে করে দুই যুবক ইয়াবা বিক্রি করছে- এমন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর রেলঘুণ্টি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো নীলফামারী জেলা সদরের দারোয়ানী কবিরাজপাড়ার রিপন চন্দ্র রায় ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার এলাহিগঞ্জের সুজন ইসলাম। অপরদিকে হেরোইনসহ দুজনকে আটক করেছে কিশোরীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার চাঁদখানা ইউনিয়নের তিস্তা ক্যানেলের সøুইসগেট এলাকা হতে তাদের আটক করা হয়।
×