ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বর্তমান সরকার সবাইকে নিরাপত্তা দিচ্ছে ॥ এ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ০৬:৩৪, ৩০ সেপ্টেম্বর ২০১৭

বর্তমান সরকার সবাইকে নিরাপত্তা দিচ্ছে ॥ এ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শারদীয় দুর্গা উৎসবে দ্বিতীয় দিনের মতো আনন্দ ভাগাভাগি করেছেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুক্রবার বিকেলে তিনি লৌহজংয়ের বিভিন্ন পূজাম-প পরিদর্শনে গিয়ে হিন্দুদের সঙ্গে এ উৎসবে শরিক হন। এ সময় তার সঙ্গে ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমেদ মোড়ল, উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রচি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহাবুর আলম বাহার, ডেপুটি কমান্ডার মহিউদ্দিন বাবুল মুন্সী, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কামাম আজাদ, কলমা ইউপি চেয়ারম্যান মোতালেব শেখ প্রমুখ। এ সময় এ্যাটর্নি জেনারেল বলেন, শারদীয় দুর্গা উৎসবের মাধ্যমে হিন্দুরা তাদের নিজ ধর্ম পালন করছেন। এটি মুসলমানদের ঈদের মতোই একটি উৎসব। আমরা শুধু উৎসবে যোগ দিয়ে আনন্দ ভাগাভাগি করছি। তার অর্থ এই নয় আমরা হিন্দু ধর্ম পালন করছি। শেখ হাসিনার সরকারের আমলে সকল ধর্মের লোকদেরই নিরাপত্তা দেয়া হচ্ছে। কেউ ধর্মের দোহাই দিয়ে কোন প্রকার সন্ত্রাসী কর্মকা- করেও পার পাচ্ছে না। আবার অন্য কোন ধর্মের লোকদের প্রতি কেউ আঘাত করলেও সরকার তাদের আইনের আওতায় আনছে। কাউকে ছাড় দেয়া হচ্ছে না। তিনি আরও বলেন, যখন থেকে এ সরকার ক্ষমতায় এসেছে তখন থেকে দেশের পূজামন্ডপগুলোতে কেউ বিশৃঙ্খলা করতে পারেনি। করলেই সেটা কঠোরহস্তে দমন করা হচ্ছে। কারণ এ সরকার ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। দেশকে ধর্ম নিরপেক্ষ রাখতে সরকার চেষ্টা করছে।
×