ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কীটনাশক স্প্রে করে পুড়িয়ে দিয়েছে ক্ষেতের ধান

প্রকাশিত: ০৬:৩৩, ৩০ সেপ্টেম্বর ২০১৭

কীটনাশক স্প্রে করে পুড়িয়ে দিয়েছে ক্ষেতের ধান

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৯ সেপ্টেম্বর ॥ পূর্বশত্রুতার জের ধরে সাপাহারে এক কৃষকের ক্ষেতের আমন ধান কীটনাশক স্প্রে করে পুড়িয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তের দল। ঘটনাটি ঘটেছে উপজেলার তিলনা ধন্টিপাড় গ্রামে। জানা গেছে, ওই গ্রামের মৃত চান মোহাম্মাদের ছেলে মোঃ সামসুর রহমান ও তার ছোট ভাই লুৎফর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে এলাকার কতিপয় ব্যক্তির দ্বন্দ্ব চলে আসছিল। তারই জের ধরে দুর্বৃত্তের দল রাতের অন্ধকারে সামসুর রহমান ও তার ছোট ভাই লুৎফর রহমানের তিলনা মৌজায় অবস্থিত প্রায় ৭-৮ বিঘা জমির লাগানো ধানক্ষেতে আমবাগানে ব্যবহৃত বিন্যামারা শক্তিশালী কীটনাশক স্প্রে করে ধান বিনষ্ট করে দেয়। এতে ওই কৃষকদ্বয়ের ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন তারা।
×