ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ॥ এমিলি

প্রকাশিত: ০৬:৩৩, ৩০ সেপ্টেম্বর ২০১৭

এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ॥ এমিলি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জাতীয় সংসদের সাবেক হুইপ ও সংসদ সদস্য অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে এ দেশ সকলের। যার যার ধর্ম সে সে নিরবচ্ছিন্নভাবে পালন করবে। কেউ কাউকে ধর্ম পালনে বাধা দেবে না। ‘ধর্ম যার যার উৎসব সবার। এই রীতিতে আমরা বিশ্বাস করি। আমরা সকলে সকলের উৎসবে আনন্দ করি। মিলেমিশে ভাগ করে নেই আনন্দ-বেদনা। আমাদের বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান, মুসলমান সকলে মিলেই যুদ্ধ করে স্বাধীন করেছি এই বাংলাদেশ। সকলে মিলেই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় অক্লান্ত কাজ করে যাচ্ছেন। শুক্রবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টঙ্গীবাড়ি উপজেলার বিভিন্ন পূজাম-প পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২৯ সেপ্টেম্বর ॥ গুণগত শিক্ষার মান উন্নয়ন ও ঝরে পড়া রোধে কচুয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ১৩৫নং কাপিলাবাড়ি শহীদ উল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠতা ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ শহীদ উল্লাহ মিয়াজী, কমিটির সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান, আঃ করিম মুন্সি, আবু তাহের মিয়া, দেলোয়ার হোসেন, ইউপি সদস্য আঃ জলিল ও অভিভাবক শারমিন আক্তার প্রমুখ।
×