ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজীপুরে চালকসহ নিহত দুই

প্রকাশিত: ০৬:২৯, ৩০ সেপ্টেম্বর ২০১৭

গাজীপুরে চালকসহ নিহত দুই

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে কাভার্ডভ্যানের পেছনে মাছবাহী ট্রাকের ধাক্কায় এক চালক নিহত হয়েছে। এদিকে অপর ঘটনায় কালিয়াকৈরে উল্টে যাওয়া ট্রাকের নিচে চাপা পড়ে শুক্রবার এক পথচারী নিহত হয়েছে। মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসেন জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ময়মনসিংহের ত্রিশাল থেকে মাছ বহনকারী একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তার উড়াল সেতুর উত্তর প্রান্তে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মাছ বহনকারী ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং চালক ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের নাম সুজন (২৫)। সে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার নলদা গ্রামের হাসেম আলীর ছেলে। এদিকে কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর দোকানপাড় এলাকায় শুক্রবার বিকেলে উল্টে যাওয়া কাভার্ডভ্যানের চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম দেলোয়ার হোসেন (৪০)। তার বাড়ি লক্ষ্মীপুর জেলা সদরে। সালনা হাইওয়ে থানার ওসি কাজী মোহাম্মদ হোসেন সরকার জানান, শুক্রবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান সড়কের পাশের খাদে উল্টে পড়ে যায়। এ সময় উল্টে যাওয়া কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে পথচারী দেলোয়ার হোসেন নিহত হয়। খুলনায় আরোহী স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, খুলনায় সড়ক দুর্ঘটনায় আলাউদ্দিন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত এবং মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) টোল প্লাজার বাম পাশের বাইপাস সড়কে একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুপুর ১টার দিকে রূপসা সেতুর টোল প্লাজার বাম পাশের বাইপাস সড়ক দিয়ে মাছ কোম্পানির একটি কাভার্ডভ্যান মেইন রোডে উঠছিল। এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের পেছনে আঘাত করে। এতে ঘটনাস্থালেই মোটরসাইকেলচালক আলাউদ্দিন নিহত হন ও তার সঙ্গে থাকা অপরজন গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জে পুলিশ সদস্য স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরে সড়ক দুর্ঘটনায় খোরশেদ আলম (৩৭) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ২টায় কামতাল তদন্ত কেন্দ্রের সামনে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত পুলিশ কনস্টেবল খোরশেদ আলম বন্দরের কামতাল তদন্ত কেন্দ্রের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার দুপুরে নিহতের লাশ দাফনের উদ্দেশ্যে তার আত্মীয়স্বজনরা টাঙ্গাইলের গ্রামের বাড়িতে নিয়ে গেছে। বন্দর থানার ওসি আবুল কালাম জানান, কনস্টেবল খোরশেদ (ড্রাই কংনং ১১৩৩) কামতাল তদন্ত কেন্দ্রের পাশেই বনলতা পাম্পে গাড়ি রেখে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় রাস্তার উল্টো দিক দিয়ে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। সিলেটে যুবক স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, সিলেটের ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাবুল মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে ফেঞ্চুগঞ্জের পালবাড়ি পুরতান পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনায় আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেয়া হয়। শুক্রবার সকালে সে হাসপাতালে মৃত্যুবরণ করে। নিহত সাবুল ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ব কর্মদা গ্রামের মৃত খায়রুল আলমের ছেলে। সাবুল মিয়া পেশায় মোটরসাইকেল মেকানিক। পিরোজপুরে আহত ছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা পিরোজপুর থেকে জানান, সড়ক দুর্ঘটনায় আহত কালেজছাত্র রিয়াদুল ইসলাম সবুজ (১৮) টানা ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে বৃহস্পতিবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। নিহত রিয়াদুল উপজেলার বড়শৌলা গ্রামের সুলতান হাওলাদারের ছেলে এবং ভগীরথপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজে একাদশ শ্রেণীর ছাত্র। জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর বিকেলে ভগীরথপুর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে মিরুখালী বাজার যাওয়ার পথে গাছের সাথে ধাক্কা লাগে গুরুতর আহত হন তিনি। আহত রিয়াদুল বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
×