ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

প্রকাশিত: ০৬:২৮, ৩০ সেপ্টেম্বর ২০১৭

বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে বৈরী আবহাওয়া সত্ত্বেও পাউবোর ক্রসবার বাঁধ-৩-এ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ভূঞা এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেনÑ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহিনুর আলম খান, মোঃ আবু ইউসুফ, আলমগীর হোসেন, সদর থানার ওসি হেলাল উদ্দিন, পরিদর্শক (অপারেশন) মোঃ নুরুল ইসলাম এবং পাউবোর উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন ও মাসুদুল হক। বৃক্ষরোপণ কর্মসূচীতে এবার বট, কৃষ্ণচূড়া, সোনালু, চালিতা ও কাজুবাদামসহ বিভিন্ন প্রজাতির ৩শ’ ৪০টি চারাগাছ লাগানো হয়। সেলাই মেশিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২৯ সেপ্টেম্বর ॥ কচুয়ায় নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন ও বেড় জাল বিতরণ করা হয়েছে। শুক্রবার কচুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়বর্ধনের লক্ষ্যে ৮০টি সেলাই মেশিন ও ১০টি পরিবেশবান্ধন বেড় জাল বিতরণ করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, ইউএনও নীলিমা আফরোজ, প্রকল্প পরিচালক জাহিদ হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাছুদুল হাসান প্রমুখ।
×