ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে প্রতিপক্ষের বাড়িতে আগুন ॥ পাল্টা হামলার অভিযোগ

প্রকাশিত: ০৬:২১, ৩০ সেপ্টেম্বর ২০১৭

রাজশাহীতে প্রতিপক্ষের বাড়িতে আগুন ॥ পাল্টা হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পবা উপজেলার কুমারপাড়া গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে গ্রামের অধিবাসীরা এগিয়ে এসে আগুন নেভায়। তবে এর আগেই ওই গ্রামের আবদুস সামাদের দুটি মাটির ঘরের টিনের চালাসহ আসবাবপত্র ও দুটি লিচু গাছ পুড়ে যায়। এ ঘটনার পর প্রতিপক্ষের বাড়িতেও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ নিয়ে ওই গ্রামে উত্তেজনা চলছে। আবদুস সামাদের অভিযোগ, বৃহস্পতিবার রাতের খাবার শেষে তারা বাড়িতে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে তারা হঠাৎ বাড়ির দুটি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। এ সময় তারা পরিবারের ঘুমন্ত সদস্যদের জাগিয়ে তোলেন এবং তাদের নিয়ে দ্রুত বাড়ি থেকে বের হয়ে আসেন। এরই মধ্যে গ্রামবাসী বিষয়টি টের পেয়ে আগুন নেভাতে ছুটে আসেন। একপর্যায়ে আগুন নেভানো হয়। কিন্তু এর আগেই আগুনের লেলিহান শিখায় আবদুস সামাদের টিনের ছাউনির দুটি ঘর, বিভিন্ন আসবাবপত্রসহ পাশে থাকা দুটি লিচু গাছ পুড়ে যায়। আবদুস সামাদের দাবি একই গ্রামের মুনসুর আলী ও মেজের আলীর সঙ্গে তার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে তারা অথবা তাদের লোকজন বাড়িতে আগুন দিয়েছে। এই ঘটনার পর মুনসুর আলীর বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের লোকজন তার বাড়িতে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও শাবলসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে বাড়ির বাইরে দেয়াল, জানালা, টিন ভাংচুর করেছে।
×