ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোলায় ঝড়ে সেবাশ্রম বিধস্ত ॥ রক্ষা পেল শতাধিক যাত্রীসহ সিট্রাক

প্রকাশিত: ০৬:১৭, ৩০ সেপ্টেম্বর ২০১৭

ভোলায় ঝড়ে সেবাশ্রম বিধস্ত ॥ রক্ষা পেল শতাধিক যাত্রীসহ সিট্রাক

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৯ সেপ্টেম্বর ॥ ভোলায় রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত কয়েক দফা টানা বৃষ্টি ও ঝড়োবাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। প্রচ- বৃষ্টিপাতের ফলে ভোলা শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট ডুবে যায়। হঠাৎ করে ঝড়ের তা-বে গাছ পড়ে ভোলা সদর উপজেলার বাপ্তার অমলানন্দ সেবাশ্রমের সামনের মন্দির বিধ্বস্ত হয়েছে। ভেঙ্গে পড়েছে বিদ্যুতের খুঁটি। এ ছাড়া এলাকায় বহু গাছপালা ভেঙ্গে পড়ে। বিদ্যুতবিহীন রয়েছে এলাকা টানা ঝড়-বৃষ্টির কারণে শারদীয় পূজাম-পের বিভিন্ন অনুষ্ঠান ভেস্তে যায়। অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলার তজুমদ্দিন থেকে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় যাওয়ার পথে শতাধিক যাত্রী নিয়ে এসটি শহীদ শেখ কামাল নামের সীট্রাকটি ঝড়ের কবলে পড়ে অল্পের জন্য রক্ষা পেয়েছে। সীট্রাকে থাকা যাত্রীরা জানান, বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় তজুমদ্দিন ঘাট থেকে সীট্রাকটি ছেড়ে ৫টা নাগাদ মনপুরার রামনেওয়াজ ঘাটে পৌঁছে। সেখানে প্রায় ঘণ্টা সময় ধরে ব্যবসায়ীদের মালামাল নামিয়ে সীট্রাক মনপুরায় সদরের হাজীরহাটের ঘাটে নোঙর দেয়ার সময়ই হঠাৎ দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রচন্ড- গতিতে ধেয়ে আসা ঝড়ের কবলে পড়ে। ওই সময় ঘুটঘুটে অন্ধকার আর প্রচ- ঝড়-বাতাসে সীট্রাকটি শতাধিক যাত্রী নিয়ে দিক হারিয়ে ফেলে এ সময় বেশ কয়েকবার সীট্রাকটি প্রায় ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। সীট্রাকে থাকা প্রায় শতাধিক যাত্রীর মাঝে কান্নার রোল পড়ে যায়।
×