ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উডুক্কু ট্যাক্সি এখন দুবাইয়ে

প্রকাশিত: ০৬:০৮, ৩০ সেপ্টেম্বর ২০১৭

উডুক্কু ট্যাক্সি এখন দুবাইয়ে

ড্রোনের মতো দেখতে বিশাল এই যানে রয়েছে দুটি আসন আর ১৮টি প্রপেলার। নয়টি ব্যাটারি দিয়ে চলা এই আকাশযান একবার চার্জে টানা আধা ঘণ্টা উড়তে সক্ষম বলে উল্লেখ করা হয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন সাইট বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে। এখনও পরীক্ষামূলক অবস্থায় থাকায় এই আকাশযানের কোন নাম দেয়া হয়নি। এই পরীক্ষা পাঁচ বছর ধরে চালানো হবে ও এতে চালক অন্তর্ভুক্ত করা হবে। ভোলোকপ্টারের লক্ষ্য হচ্ছে একট স্মার্টফোন এ্যাপের মাধ্যমে এ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা উবারের মতো হেলিকপ্টার সেবা দেয়া। যাত্রীদের যাতায়াতে ভোলোকপ্টারকে ভবিষ্যত হিসেবে দেখছে দুবাই।
×